ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

৪০টি দেশের শতাধিক চলচ্চিত্র নিয়ে ঢাকায় ঢেঁকি উৎসব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
৪০টি দেশের শতাধিক চলচ্চিত্র নিয়ে ঢাকায় ঢেঁকি উৎসব

‘ছবি কথা বলে’ স্লোগান নিয়ে ঢাকার সাতটি স্থানে শুরু হতে যাচ্ছে ষষ্ঠ ঢেঁকি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ঢেঁকি প্রযোজনার আয়োজনে আগামী ২৫ নভেম্বর এর উদ্বোধন করবেন প্রধান অতিথি প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।

‘ছবি কথা বলে’ স্লোগান নিয়ে ঢাকার সাতটি স্থানে শুরু হতে যাচ্ছে ষষ্ঠ ঢেঁকি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ঢেঁকি প্রযোজনার আয়োজনে আগামী ২৫ নভেম্বর এর উদ্বোধন করবেন প্রধান অতিথি প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন স্পেন দূতাবাসের রাষ্ট্রদূত এডোয়ার্দো ডি লাইগলেসিয়া, ব্রিটিশ কাউন্সিলের পরিচালক বারবারা উইকহাম, রাশিয়ান কালচারাল সেন্টারের পরিচালক আলেকজেন্ডার পি ডেমিন, আলিয়ঁস ফ্রঁসেজের পরিচালক ব্রুনো প্লাস, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি দেলোয়ার জাহান ঝন্টু, নাট্যব্যক্তিত্ব ম. হামিদ প্রমুখ। সভাপতিত্ব করবেন চলচ্চিত্র পরিচালক সমিতির সহ-সভাপতি সোহানুর রহমান সোহান।

ঢেঁকি প্রযোজনার কর্ণধার মোহাম্মদ নিজাম উদ্দিন ও উৎসব কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল জানান, উৎসবে বিশ্বের ৪০টি দেশের শতাধিক চলচ্চিত্র অংশগ্রহণ করবে। আট দিনের এ আয়োজন চলবে ২ ডিসেম্বর পর্যন্ত।

রাশিয়ান কালচারাল সেন্টারে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। বিশেষ অতিথি নাট্যব্যক্তিত্ব ড. ইনামুল হক, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সাধারণ সম্পাদক আকতারুজ্জামান, নৃত্য পরিচালক ইমদাদুল হক খোকন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।