ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এবার ‘দ্য ফেট অব দ্য ফিউরিয়াস’ (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৬
এবার ‘দ্য ফেট অব দ্য ফিউরিয়াস’ (ভিডিও) ‘দ্য ফেট অব দ্য ফিউরিয়াস’ ছবিতে শার্লিজ থেরন ও ভিন ডিজেল

হলিউডের জনপ্রিয় ফ্রাঞ্চাইজি ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর অষ্টম কিস্তির ট্রেলার প্রকাশিত হলো। এতে আছে চোখধাঁধানো কিছু ধুন্ধুমার অ্যাকশন দৃশ্য। এবারের ছবির নাম রাখা হয়েছে ‘দ্য ফেট অব দ্য ফিউরিয়াস’।

হলিউডের জনপ্রিয় ফ্রাঞ্চাইজি ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর অষ্টম কিস্তির ট্রেলার প্রকাশিত হলো। এতে আছে চোখধাঁধানো কিছু ধুন্ধুমার অ্যাকশন দৃশ্য।

এবারের ছবির নাম রাখা হয়েছে ‘দ্য ফেট অব দ্য ফিউরিয়াস’।

যথারীতি দ্রুততম গাড়ি নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, বিস্ফোরণসহ এ সিরিজের চেনা সব উপকরণই থাকছে। এ পর্বেও ডমিনিক টোরেট্টো চরিত্রে অভিনয় করেছেন ভিন ডিজেল।

এ ছাড়া ‘ফিউরিয়াস সেভেন’-এ কাজ করা ডোয়াইন জনসন, মিশেল রড্রিগুয়েজ, টাইরিস গিবসন, জেসন স্টেটহাম, কার্ট রাসেল, এলসা প্যাটাকি, নাটালি ইমানুয়েল, লুডাক্রিস এবারও আছেন।

নতুন যুক্ত হয়েছেন অস্কারজয়ী অভিনেত্রী শার্লিজ থেরন। তাকে দেখা যাবে নেতিবাচক চরিত্রে। এ ছাড়া সিরিজটিতে প্রথমবার দেখা যাবে হেলেন মিরেনকে। এফ গ্যারি গ্যারি পরিচালিত ‘দ্য ফেট অব দ্য ফিউরিয়াস’ মুক্তি পাবে ২০১৭ সালের ১৪ এপ্রিল।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।