ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

১৫ ও ১৬ ডিসেম্বর পদ্মহেম ধামের সাধুসঙ্গ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
১৫ ও ১৬ ডিসেম্বর পদ্মহেম ধামের সাধুসঙ্গ সাধুসঙ্গে লালনের বাণী পরিবেশন করবেন দুই বাংলার সাধুগুরুরা

পদ্মহেম ধামের দু’দিনের সাধুসঙ্গ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৫ ও ১৬ ডিসেম্বর। এ আয়োজন উৎসর্গ করা হয়েছে প্রয়াত আব্দুর রব ফকির গোপাল শাহের স্মৃতির উদ্দেশে।

পদ্মহেম ধামের দু’দিনের সাধুসঙ্গ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৫ ও ১৬ ডিসেম্বর। এ আয়োজন উৎসর্গ করা হয়েছে প্রয়াত আব্দুর রব ফকির গোপাল শাহের স্মৃতির উদ্দেশে।

মুন্সিগঞ্জের সিরাজদিখানের দোসরপাড়ায় বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেল ৩টায় লালন সাঁইজির বাণীর মধ্য দিয়ে আসর শুরু করবেন কুষ্টিয়ার হেমাশ্রমের প্রতিষ্ঠাতা দরবেশ নহির শাহ।

এখানে দুই বাংলার সাধুগুরুরা লালনসংগীত ও লালনের বাণী পরিবেশন করবেন। বাংলাদেশের লালন শিল্পীদের মধ্যে থাকবেন দরবেশ নহীর শাহ, রাজ্জাক বাউল, রিংকু, বাউল তকবির হোসেন, বজলু শাহ, বুড়ি ফকিরানী, সমীর বাউল, আরিফ বাউল, গোলাপী ফকিরানী প্রমুখ।

সাধুসঙ্গের প্রতিষ্ঠাতা সভাপতি কবির হোসেন বলেছেন, ‘লালনের গান ও বাণী ছড়িয়ে দিতে আমাদের এই আয়োজন। প্রতি বছরের মতো এবারও শান্তিপূর্ণভাবেই সাধুসঙ্গ পালন করতে পারবো আশা রাখি। ’

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।