ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সৈয়দ আব্দুল হাদীর কণ্ঠে ‘সেই দেশেতে জন্ম আমার’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
সৈয়দ আব্দুল হাদীর কণ্ঠে ‘সেই দেশেতে জন্ম আমার’ সৈয়দ আব্দুল হাদী-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরেণ্য কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদী বেশকিছু দেশাত্মবোধক গান গেয়েছেন। এ তালিকায় যুক্ত হলো ‘সেই দেশেতে জন্ম আমার’। এটি তার গাওয়া দেশের নতুন গান।

বরেণ্য কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদী বেশকিছু দেশাত্মবোধক গান গেয়েছেন। এ তালিকায় যুক্ত হলো ‘সেই দেশেতে জন্ম আমার’।

এটি তার গাওয়া দেশের নতুন গান।

এর কথায় দেশপ্রেমের পাশাপাশি আবহমান বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের রূপটি তুলে ধরা হয়েছে। সৈয়দ আব্দুল হাদী বলেন, ‘গানটির কথা ও সুর দুটোই আমাদের দেশাত্মবোধক গানের ঐতিহ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ। এর সুরের মধ্যে মাধুর্য রয়েছে। ’

‘সেই দেশেতে জন্ম আমার’ লিখেছেন এস আই শহীদ, সংগীত পরিচালনায় শচী শামস। গানটি শ্রোতাদের দেশাত্মবোধ প্রেমকে ছুঁয়ে যাবে বলে তাদের বিশ্বাস। এটি প্রকাশ হচ্ছে সিডি চয়েস থেকে। গানটি শোনা যাবে শুধু জিপি মিউজিক অ্যাপে।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।