ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

দুই প্রজন্মের আট কণ্ঠশিল্পীর কণ্ঠে ‘সত্য সুন্দর বাংলাদেশ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
দুই প্রজন্মের আট কণ্ঠশিল্পীর কণ্ঠে ‘সত্য সুন্দর বাংলাদেশ’ ‘সত্য সুন্দর বাংলাদেশ’ গানের শিল্পীরা

মহান বিজয় দিবস উপলক্ষে ঈগল মিউজিক প্রকাশ করছে দেশাত্মবোধক দুটি গান। এগুলোর শিরোনাম ‘সত্য সুন্দর বাংলাদেশ’ ও ‘পেয়েছো বাংলাদেশ’।

মহান বিজয় দিবস উপলক্ষে ঈগল মিউজিক প্রকাশ করছে দেশাত্মবোধক দুটি গান। এগুলোর শিরোনাম ‘সত্য সুন্দর বাংলাদেশ’ ও ‘পেয়েছো বাংলাদেশ’।

এর মধ্যে দুই প্রজন্মের আট কণ্ঠশিল্পী গেয়েছেন ‘সত্য সুন্দর বাংলাদেশ’। তারা হলেন সৈয়দ আব্দুল হাদী, সামিনা চৌধুরী, বাপ্পা মজুমদার, কনা, ইমরান, শফিক তুহিন, নদী ও মার্সেল।

এ গানের কথা লিখেছেন শফিক তুহিন, সুর-সংগীতে মার্সেল। ঈগল মিউজিকের ব্যানারে শিগগিরই এর মিউজিক ভিডিও প্রকাশ হবে বলে জানা গেছে।

‘পেয়েছো বাংলাদেশ’ গানটি লিখেছেন, সুর করেছেন ও গেয়েছেন ইভান শেখ। সংগীতায়োজনে ওয়াহেদ শাহিন।

বিজয় দিবসের গানগুলো দেখা যাবে ইউটিউবে ঈগল মিউজিক ভিডিও স্টেশনে। পাশাপাশি এগুলো শোনা যাবে জিপি মিউজিক ও রবি ইয়োন্ডার মিউজিক অ্যাপে।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।