ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আমেরিকার আগেই বাংলাদেশে চীনের মহাপ্রাচীর!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
আমেরিকার আগেই বাংলাদেশে চীনের মহাপ্রাচীর! ‘দ্য গ্রেট ওয়াল’ ছবিতে ম্যাট ডেমন (ছবি: সংগৃহীত)

চীনের কথা বললেই চলে আসে ‘দ্য গ্রেট ওয়াল’। শুধু চীনের ইতিহাস নয়, মানুষনির্মিত বিশ্বের সবচেয়ে বড় স্থাপনা এটি। এমনও কথিত আছে, চাঁদ থেকেও নাকি চীনের মহাপ্রাচীর দেখা যায়! বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম এটি। বিশ্ব ঐতিহ্যের অংশ হওয়ার পাশাপাশি এটি চীনের জাতীয় প্রতীকও বটে।

প্রায় সাড়ে পাঁচ হাজার মাইল দৈর্ঘ্যের এই বিশাল নির্মাণযজ্ঞ শেষ হতে লেগেছিলো প্রায় ১৭০০ বছর। পুরো বিশ্বের কাছে যা এখনও এক বড় রহস্য।

সেই অজানা রহস্যের জাল ভেদ করতে এবার চীন-যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে ‘দ্য গ্রেট ওয়াল’।

ঝ্যাং ইমু পরিচালিত ছবিটির অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন হলিউড অভিনেতা ম্যাট ডেমন। তবে হাজার বছর আগের চীনা ইতিহাসের পটভূমি নিয়ে নির্মিত ছবিতে একজন মার্কিন অভিনেতা অভিনয় করায় এরই মধ্যে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।

‘দ্য গ্রেট ওয়াল’ ছবির দৃশ্যে ম্যাট ডেমন ও জিং তিয়ান (ছবি: সংগৃহীত)মার্কিন ছবি ‘দ্য গ্রেট ওয়াল’ বাংলাদেশে মুক্তি পাচ্ছে যুক্তরাষ্ট্রের আগেই। শুক্রবার (২৭ জানুয়ারি) থেকে ঢাকার পান্থপথে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে চলবে চীনের ঐতিহাসিক মহাপ্রাচীর নিয়ে নির্মিত ছবিটি। এটি যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে আগামী ১৭ ফেব্রুয়ারি।

‘দ্য গ্রেট ওয়াল’ ছবির দৃশ্যে জিং তিয়ান (ছবি: সংগৃহীত)লেজেন্ডারি ইস্টের প্রযোজনা ও ইউনিভার্সাল পিকচার্সের পরিবেশনায় ১ ঘণ্টা ৪৪ মিনিট ব্যাপ্তির ছবিটি তৈরি করতে খরচ হয়েছে ১৫ কোটি মার্কিন ডলার। এতে আরও অভিনয় করেছেন অ্যান্ডি লাউ, জিং তিয়ান, উইলেম ড্যাফো, লু হ্যান, পেড্রো প্যাসকাল।

* দেখুন ‘দ্য গ্রেট ওয়াল’ ছবির ট্রেলার:

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।