নোনতা বিস্কুটের প্রথম অ্যালবামের নাম ‘তোরই শহরে’। প্রকাশ করেছে আজব রেকর্ডস।
‘তোরই শহরে’ অ্যালবামটি সাজানো হয়েছে আটটি গান দিয়ে। গানগুলো হচ্ছে— ‘তোরই শহরে’, ‘পরাধীন’, ‘অপূর্ণতা’, ‘তুমি মুখোশ’, ‘পৃথিবী সুন্দর’, ‘শিল্প আমার’, ‘অলস প্রহর’ ও লালনের গান ‘সহজ মানুষ’।
মৌলিক গানগুলোর ছয়টির কথা ও সুর মহান ফাহিমের। অন্য গান দু’টির একটি লিখেছেন ও সুর করেছেন ব্যান্ডের ভোকাল শেখ ইশতিয়াক, আরেকটি লালনগীতি।
অ্যালবাম প্রকাশের আগে থেকেই মঞ্চ পরিবেশনায় অংশ নিচ্ছে নোনতা বিস্কুট। কিছুদিন আগে টিএসসিতে ‘সঞ্জীব উৎসব’-এ গেয়েছে তারা। ব্যান্ডের সদস্য ও বেইসবাদক নাবিদ সালেহিন গত একুশে ফেব্রুয়ারিতে ১২ ভাষায় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানটির সংগীতায়োজন করেন। মা দিবসে মাকে নিয়ে সাত ভাষায় গান তৈরি করেন।
* ‘তোরই শহরে’ অ্যালবামের সব গান:
বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
এসও