ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শুক্রবার মঞ্চ মাতাবে এলআরবি-আর্টসেল-আর্বোভাইরাস

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
শুক্রবার মঞ্চ মাতাবে এলআরবি-আর্টসেল-আর্বোভাইরাস ‘রক অন ঢাকা’ কনসার্টের পোস্টার

ঢাকা: শীতের হিমেল হাওয়ায় উষ্ণতা ছড়াতে একসঙ্গে মঞ্চে আসছে দেশের জনপ্রিয় তিন ব্যান্ডদল এলআরবি, আর্টসেল ও আর্বোভাইরাস।

আগামী ২ ফেব্রুয়ারি (শুক্রবার) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরার (আইসিসিবি) এক্সপো জোনে অনুষ্ঠিত হবে এই ওপেন এয়ার রক কনসার্টটি।  

‘রক অন ঢাকা’ শিরোনামে কনসার্টটির আয়োজন করেছে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ‘উইজার্ড শোবিজ’ ও ‘আইআরবি ইভেন্ট লিমিটেড’।

 

আইআরবি ইভেন্ট লিমিটেডের কর্ণধার মঈন আল হেলাল সুপল বলেন, সাউন্ড-লাইটের জমকালো একটি অ্যারেঞ্জমেন্ট নিয়ে আমরা এই ‘রক অন ঢাকা’ কনসার্টটি আয়োজন করতে যাচ্ছি। কনসার্টে মঞ্চ কাঁপাবে দেশ সেরা ব্যান্ডদল এলআরবি, আর্টসেল ও আর্বোভাইরাস।

দুপুর ৩টায় শুরু হয়ে কনসার্টটি চলবে রাত ১০টা পর্যন্ত। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।

অনলাইনে টিকেট কেনা যাবে ‘দারাজডটকম’ থেকে। এছাড়াও টিকেট পাওয়া যাবে বিএফসি’র সব আউটলেটে। আইআরবি এর ফেসবুক পেজ থেকেও আগ্রহীরা কিনতে পারবেন কনসার্টের টিকেট।  

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
এমএসএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।