ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

স্টার সিনেপ্লেক্সে হলো স্বপ্নজালের প্রিমিয়ার শো

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৮
স্টার সিনেপ্লেক্সে হলো স্বপ্নজালের প্রিমিয়ার শো স্বপ্নজাল চলচ্চিত্রের প্রিমিয়ার শোতে আগতরা

গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ শুক্রবার (৬ এপ্রিল) সারাদেশে মুক্তি পাচ্ছে। মুক্তি উপলক্ষে বৃহস্পতিবার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হলো ছবিটির প্রিমিয়ার শো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘স্বপ্নজাল’ চলচ্চিত্রের পরিচালক গিয়াস উদ্দিন সেলিম, বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু,  মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী, চিত্রনায়িকা পরীমনি ও সিনেমাটির সংশ্লিষ্ট অনেকে।

প্রিমিয়ারে পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘মনপুরা’ ৯ বছর আগে নির্মাণ করেছিলাম।

এরপর আর ছবি বানাতে পারেনি। এর একটিই কারণ ছিলো, আমি প্রযোজক পাইনি। বেঙ্গল ক্রিয়েশন আমাকে সে সুযোগ করে দিয়েছে। ছবিটি সবার ভালো লাগবে এটিই আমার প্রত্যাশা।

২০টি প্রেক্ষাগৃহে ‘স্বপ্নজাল’ মুক্তি পাচ্ছে। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন পরীমনি ও নবাগত ইয়াশ রোহান।

বেকারি পণ্যের ব্র্যান্ড অলটাইম নিবেদিত ‘স্বপ্নজাল’র কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন গিয়াসউদ্দিন সেলিম নিজেই। পরী-রোহান ছাড়াও ছবিটিতে আরও অভিনয় করেছেন ইরেশ যাকের, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগরসহ অনেকে।  

যৌথ প্রযোজনায় নির্মিত ‘স্বপ্নজাল’ বাংলাদেশ থেকে প্রযোজনা করেছে বেঙ্গল ক্রিয়েশন।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৮
জেআইএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।