এ প্রসঙ্গে মোহাম্মদ রফিকউজ্জামান বাংলানিউজকে বলেন, আহমেদ ইমতিয়াজ বুলবুল’র অকালে চলে যাওয়া আর আলাউদ্দীন আলীর অসুস্থতা আমাকে স্বস্তি দিচ্ছে না। দারুণ এক ভয়াবহ সময়ে দাঁড়িয়ে আছি।
আহমেদ ইমতিয়াজ বুলবুল প্রসঙ্গে তিনি আরও বলেন, আমি তো মনে করি, বুলবুল’র পরিণত বয়সই হয়নি। বয়সে আমার অনেক ছোটো ছিলো। আলী আর বুলবুল আমার পুরোপুরি ভিতরের মানুষ। আলী আমার কাছে সব সময় সবকিছু শেয়ার করতো। বুলবুল’র মৃত্যুতে আলী হাউমাউ করে কেঁদেছে। বুলবুলের সঙ্গে পেছনের গল্প আর স্মৃতি মনে করতে গিয়ে আলী আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। গুরু-শিষ্যের প্রেম কতটা গভীর বুলবুলের মৃত্যুতে আলী প্রমাণ করলো।
রফিকউজ্জামানের গীতিকবিতা নিয়ে অসংখ্য গান তৈরি করেছেন আলাউদ্দীন আলী-আহমেদ ইমতিয়াজ বুলবুল। সঙ্গীত যাত্রায় দীর্ঘ ক্যারিয়ার একসঙ্গে কাটিয়েছেন তারা। আর তাদের হাত ধরেই বাংলা গান হয়েছে সমৃদ্ধ।
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৯
ওএফবি