‘তুই কে আমার’র একটি দৃশ্য সারিকা ও আবির
বিশ্ববিদ্যালয় জীবনে বন্ধুত্ব থেকে প্রেমের বন্ধনে জড়িয়েছিলেন সাবা ও আবির। তবে আবির ছিলেন একটু খামখেয়ালি। সাবা তাকে বিয়ে করতে চাইতেন, কিন্তু তিনি রাজি হতেন না। অনেক ভাবে বুঝানোর পরও কোন কাজ হয়নি তখন।
সেই থেকে তারা দু’জনের কথা বলা ও দেখা বন্ধ। বৃদ্ধ বয়সে হঠাৎ একদিন দেখা হয় তাদের।
দু'জন দু'জনের মুখোমুখি হয়েও কেউ কোন কথা বলতে পারেন না। চোখের পাতায় শুধু স্মৃতি ভেসে উঠে...।
এমনই গল্পে নিয়ে নির্মিত হয়েছে খন্ড নাটক ‘তুই কে আমার’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন শরিফুল ইসলাম শামীম। এতে সাবা চরিত্রে সারিকা ও আবির চরিত্রে অভিনয় করেছেন সজল। আরও রয়েছেন রিপন, সুমন, পাপড়ি প্রমুখ।
শনিবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টায় এটিএন বাংলায় ‘তুই কে আমার’ নাটকটি প্রচার হবে।
বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
জেআইএম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।