পুরস্কার হাতে আলফোনসো কুয়োরন
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে রোববার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮টায় (বাংলাদেশ সময় সোমবার সকাল ৭টা) শুরু হয়েছে জাঁকজমকপূর্ণ ৯১তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান। এবারের আসরে কোনো উপস্থাপক নেই। আয়োজন সরাসরি দেখানো হচ্ছে স্টার মুভিজ চ্যানেলে।
অন্য সিনেমাগুলোকে পেছনে ফেলে বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে পুরস্কার জিতেছে আলফোনসো কুয়োরন পরিচালিত মেক্সিকান সিনেমা ‘রোমা’। ১৯৭০ সালের শুরুর দিকে মেক্সিকো শরের একটি গল্প নিয়ে সিনেমাটি নির্মিত।
এটি অনেকটা আত্মজীবনীমূলক। মেক্সিকান সিনেমা হিসেবে ‘রোমা’-ই প্রথমবার অস্কার জিতলো।
একই বিভাগে আরও মনোনয়ন পায়-‘কোল্ড ওয়ার’ (পোল্যান্ড), ‘নেভার লুক অ্যাওয়ে’ (জার্মান), ‘ক্যাপেরনাম’ (লেবানন) এবং ‘সোপলিফটার্স’ (জাপান)।
প্রতিবারের মতো এবারও অস্কারে বিভিন্ন বিভাগে ২৪টি পুরস্কার দেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ০৮৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
জেআইএম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।