'গ্রিন বুক' সিনেমার একটি দৃশ্য
আটটি সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করে এবার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯১তম আসরে সেরা সিনেমা হলো পিটার ফ্যারেলি পরিচালিত ‘গ্রিন বুক’। হাস্যরসাত্মক গল্পে সিনেমাটি নির্মিত।
সিনেমা বিভাগে আরও মনোনয়ন পেয়েছিল- 'ব্ল্যাকক্ল্যান্সম্যান', 'ব্ল্যাক প্যান্থার', 'বোহেমিয়ান র্যাপসোডি', 'দ্য ফেভারিট', 'অ্যা স্টার ইজ বর্ন' ও 'ভাইস'।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে রোববার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮টায় (বাংলাদেশ সময় সোমবার সকাল ৭টা) শুরু হয়েছে জাঁকজমকপূর্ণ ৯১তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান।
এবারের আসরে কোনো উপস্থাপক নেই। আয়োজন সরাসরি দেখানো হচ্ছে স্টার মুভিজ চ্যানেলে।
বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
জেআইএম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।