ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

বিনোদন

শ্রীদেবীর শেষ সিনেমা মুক্তি পাচ্ছে চীনে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
শ্রীদেবীর শেষ সিনেমা মুক্তি পাচ্ছে চীনে শ্রীদেবী

বলিউড সুপারস্টার শ্রীদেবীর চলে যাওয়ার এক বছর পূর্ণ হয়েছে গত রোববার (২৪ ফেব্রুয়ারি)। জনপ্রিয় এই অভিনেত্রীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার অভিনীত শেষ সিনেমা ‘মম’ চীনে মুক্তি দেওয়ার ঘোষণা এলো।

‘মম’ শ্রীদেবী অভিনীত তিনশ তম সিনেমা। এর আগে সিনেমাটি পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সিঙ্গাপুর’সহ পৃথিবীর নানা দেশে মুক্তি পেয়েছে।

এবার মুক্তি পেতে যাচ্ছে চীনে।

বিষয়টি জানিয়ে চলচ্চিত্র বিশ্লেষক তরণ আদর্শ ‘মম’র একটি চাইনিজ পোস্টার টুইট করেছেন। একই সঙ্গে ২২ মার্চ ‘মম’ চীনে মুক্তি পাবে বলেও জানিয়েছেন তিনি।

সিনেমাটি দুই বছর আগে ভারতে মুক্তি পেয়েছিল। শ্রীদেবী ছাড়া এতে আরও অভিনয় করেন অক্ষয় কুমার, নওয়াজউদ্দিন সিদ্দিকির মতো তারকা।

একজন মায়ের সংগ্রামী জীবন নিয়ে ‘মম’ নির্মিত। সিনেমাটির গল্পে শ্রীদেবী তার সতমেয়ের ধর্ষকের শাস্তির জন্য লড়াই করেন। সিনেমাটির জন্য ‘মিস্টার ইন্ডিয়া’খ্যাত এই অভিনেত্রী জাতীয় পুরস্কার পেয়েছেন।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।