ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বিএফডিসিতে হাসিবুল ইসলাম মিজানের জানাজা সম্পন্ন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৯
বিএফডিসিতে হাসিবুল ইসলাম মিজানের জানাজা সম্পন্ন  বিএফডিসিতে হাসিবুল ইসলাম মিজানের জানাজা

শেষবারের মতো নিজের দীর্ঘদিনের কর্মস্থল বিএফডিসিতে (বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন) এলেন চলচ্চিত্র পরিচালক হাসিবুল ইসলাম মিজান। শুক্রবার (১৯ এপ্রিল) বেলা ১২টায় সেখানেই তার দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে।

জানাজায় অংশ নেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকন, সাংগঠনিক সচিব কাবিরুল ইসলাম রানা, শিল্পী সমিতির সাধারণ সম্পদ জায়েদ খান, চিত্রপরিচালক সোহানুর রহমান সোহান, বুলবুল বিশ্বাস, চিত্রনায়ক কায়েস আরজুসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকে।

বিএফডিসিতে হাসিবুল ইসলাম মিজানকে শেষ শ্রদ্ধাজানাজা শেষে পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বাংলানিউজকে বলেন, মিজান খুব ভালো মানুষ ও গুণী নির্মাতা ছিলেন।

শারীরিকভাবে মাঝেমধ্যে তিনি অসুস্থ হলেও বিএফডিসিতে নিয়মিত আসতেন। কিছুদিন আগে আমাদের সঙ্গে সমিতির পিকনিকেও অংশ নিয়েছেন। অনেক আনন্দ করেছেন। কিন্তু এখন আমাদের ছেড়ে চলে গেলেন। তার মাগফেরাত কামনা করছি।

এর আগে সকাল ১০ টায় রাজধানী বনশ্রীর আল-আকসা জামে মসজিদে মিজানের প্রথম জানাজা সম্পন্ন হয়। এখন বিএফডিসি থেকে মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে মোহাম্মদপুরে। বাদ জুম্মা মোহাম্মদপুর সলিমুল্লাহ রোডের আল মারকাজ জামে মসজিদে তৃতীয় ও শেষ জানাজা শেষে মিজানকে মোহাম্মদপুর কবরস্থানে স্ত্রীর পাশে চিরশায়িত করা হবে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৬টায় মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে না ফেরার দেশে চলে যান হাসিবুল ইসলাম মিজান। তার বয়স হয়েছিল ৬২ বছর।  

‘আমার স্বপ্ন তুমি’খ্যাত পরিচালক হাসিবুল ইসলাম মিজানের জন্ম ১৯৫৭ সালে পিরোজপুরে। তার প্রথম সিনেমা ‘প্রেমের কসম’।  

এরপর ‘আমার স্বপ্ন তুমি’, ‘জন্ম’, ‘কপাল’ ও ২০০৭ সালে তার মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা ‘তুমি আছো হৃদয়ে’। এছাড়া তার নির্মাণাধীন সিনেমার তালিকায় রয়েছে ‘ফুলবানু’ ও ‘চাই শুধু তোমায়’।  

শাকিব খান, শাবনুর ও ফেরদৌসকে নিয়ে ‘আমার স্বপ্ন তুমি’ শীর্ষক সিনেমাটি তৈরি করে বেশ আলোড়ন সৃষ্টি করেন হাসিবুল ইসলাম মিজান।  

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৯
জেআইএম/ওএফবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।