১৯৬২ সালে আব্দুল জব্বার খান পরিচালিত ‘জোয়ার এলো’ চলচ্চিত্রের মধ্য দিয়ে রুপালি পর্দায় নাম লেখান রোজী আফসারী। প্রায় সাড়ে তিনশ’র মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের তালিকায় রয়েছে-‘ওরা ১১ জন’, ‘আলোর মিছিল’, ‘লাঠিয়াল’, ‘এতটুকু আশা’, ‘নীল আকাশের নীচে’, ‘অশিক্ষিত’, ‘প্রতিকার’ ইত্যাদি। বাংলাদেশের চলচ্চিত্রের প্রথম নারী পরিচালক তিনি। তার নির্মিত প্রথম চলচ্চিত্র ‘আশা নিরাশা’।
রোজী আফসারীর প্রকৃত নাম শামীমা আক্তার রোজী। ১৯৪৬ সালের ২৩ এপ্রিল লক্ষ্মীপুর জেলায় রোজীর জন্ম। তার প্রথম স্বামী ছিলেন প্রখ্যাত চিত্রগ্রাহক এম. আব্দুস সামাদ। ওই সংসারে রোজীর এক কন্যা সন্তান রয়েছেন, নাম কবিতা। তার দ্বিতীয় স্বামী গুণী নির্মাতা মালেক আফসারী। তাদের ঘরে এক পুত্র সন্তান, নাম জুবায়ের।
কিডনি রোগে ভুগে ২০০৭ সালের ৯ মার্চ অজস্র ভক্তকে কাঁদিয়ে পৃথিবী থেকে বিদায় ‘এই ঘর এই সংসার’খ্যাত তারকা।
বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৯
জেআইএম