ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

বিনোদন

নিশো-মিলির ‘তুমি আসবে বলে’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
নিশো-মিলির ‘তুমি আসবে বলে’

রাজার মা ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছেন। বাবা দ্বিতীয় বিয়ে করায় তার সঙ্গে দূরত্ব। তাই একাই একটি চিলে কোঠায় রাজার বসবাস। কাজ করেন একটি ফাস্ট ফুডের দোকানে। তবে তার ইচ্ছে পড়াশোনা করে আইনজীবী হবেন।

হঠাৎ একদিন রাজার সঙ্গে দেখা হয় শিউলির। প্রথম দেখাতেই শিউলির স্নিগ্ধতা ভালো লেগে যায় রাজার।

কিন্তু কিছুদিন পর এই তরুণী রাজার চরিত্রের এমন একটা দিক আবিষ্কার করেন, যা তার মনে ভয় ঢুকিয়ে দেয়। সেটা হচ্ছে রাজার লাগামহীন রাগ।  

হুট করে শিউলি সিদ্ধান্ত নেয় রাজার সঙ্গে সম্পর্ক না রাখার। স্বাভাবিক ভাবে রাজা এটা মেনে নিতে পারেন না। তাই সে নিজের রাগ কমানোর চেষ্টা করেন। তবে এরপর ঘটনা মোড় নেয় ভিন্ন দিকে।

এমনই গল্পে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘তুমি আসবে বলে’। এটি রচনায় ও পরিচালনা করেছেন কৌশিক শংকর দাশ। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন আফরান নিশো ও ফারহানা মিলি।

শুক্রবার (১০ জানুয়ারি) রাত ৮টায় ‘তুমি আসবে বলে’ টেলিফিল্মটি এসএ টেলিভিশনে প্রচার হবে।  

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।