ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ডিসেম্বরেই মুক্তি পাচ্ছে ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২০
ডিসেম্বরেই মুক্তি পাচ্ছে ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’

অবশেষে বড়পর্দায় মুক্তি পাচ্ছে গাল গাদোত অভিনীত প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’। এর আগে করোনা পরিস্থিতির কারণে বার বার মুক্তির তারিখ পিছিয়ে যায় সিনেমাটির।

 

হলিউডভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারাইটি জানায়, আগামী ১৬ ডিসেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’। তবে ভারতবর্ষে সিনেমাটি আসবে ২৫ ডিসেম্বর। এর আগে চলিতি বছরের ৫ জন এবং পরবর্তীতে পিছিয়ে ২ অক্টোবর সিনেমাটির মুক্তির তারিখ নির্ধারিত হয়েছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে আবারও বাড়ে প্রতীক্ষা।  

সুপারহিরো চরিত্রে গাল গাদোত অভিষেক করেন ২০১৬ সালের ‘ব্যাটম্যান ভার্সাস সুপারম্যান’ সিনেমায়। এর পরের বছরই এককভাবে আবির্ভূত হন ‘ওয়ান্ডার ওম্যান’ হিসেবে। সমালোচকদের কাছে এবং বাণিজ্যিকভাবেও দারুণ সাফল্য পায় সিনেমাটি।  

‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন ক্রিস্টেন উইগ এবং ক্রিস পাইন। সিনেমাটি পরিচালনা করেছেন প্যাটি জেনকিন্স। ২০১৭ সালের ব্লকবাস্টার ‘ওয়ান্ডার ওম্যান’ সিনেমাটিও তিনিই পরিচালনা করেছিলেন।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।