ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সংগীতশিল্পী ফাহমিদা নবীর জন্মদিন 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২১
সংগীতশিল্পী ফাহমিদা নবীর জন্মদিন  ফাহমিদা নবী

সংগীত অঙ্গনের অন্যতম উজ্জ্বল নক্ষত্র ফাহমিদা নবী। এ জনপ্রিয় সংগীতশিল্পীর ৫৬তম জন্মদিন সোমবার (৪ জানুয়ারি)।

ফাহমিদা ১৯৭৯ সালে তার গায়িকা জীবন শুরু করেন এবং তিন যুগ ধরে সাফল্যের সাথে গান গেয়ে যাচ্ছেন। আধুনিক ধারার পাশাপাশি রবীন্দ্র ও নজরুলসংগীতেও শ্রোতাদের মুগ্ধ করেন ফাহমিদা। তার গাওয়া বেশিরভাগ গানই পেয়েছে দর্শকপ্রিয়তা।  

ফাহমিদা নবীর জন্ম দিনাজপুর জেলায় জন্ম ১৯৬৪ সালের ৪ জানুয়ারি। তার ডাকনাম নুমা। তার পিতা প্রয়াত বিখ্যাত সংগীতজ্ঞ মাহমুদুন্নবী। তার ছোট বোনও আরেক জনপ্রিয় সংগীতশিল্পী সামিনা চৌধুরী।

২০০৭ সালে ফাহমিদা নবী শ্রেষ্ঠ প্লেব্যাক গায়ক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়াও তিনি চ্যানেল আই পারফরম্যান্স অ্যাওয়ার্ড (২০০৮) ও মেরিল-প্রথম আলো পুরস্কার (২০০৮) লাভ করেছেন।  

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।