একদিকে প্রান্তিক মানুষদের নগরমুখী স্বপ্নকে ঘিরে যেমন চলে বেঁচে থাকার নানা আয়োজন, আরেকদিকে নগরী হিসেবে রাজধানী ঢাকা শহর ক্রমে হারিয়েছে তার বাসযোগ্যতার পরিবেশ। সব ছাপিয়ে প্রতিদিন বেড়ে চলেছে নগরীর জনসংখ্যা।
সম্প্রতি সিনেমাটি সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে। প্রেক্ষাগৃহে মুক্তির প্রস্তুতি নিচ্ছেন নির্মাতা।
এ প্রসঙ্গে প্রসূন রহমান বলেন, একটা ভালো দিন দেখে নিকটতম শুক্রবারে ‘ঢাকা ড্রিম’ সবার জন্য মুক্তি দিতে চাই। দেশের উল্লেখযোগ্য প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি দেওয়ার প্রস্তুতি চলছে।
‘ঢাকা ড্রিম’র কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। এতে তিনি একজন অন্ধ ভিক্ষুক। নাম আয়নাল ফকির; স্বপ্নের পিছু ধাওয়া করে তিনি ছুটে এসেছেন ঢাকায়।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন- শাহাদাৎ হোসেন, মুনিরা মিঠু, আবদুল্লাহ রানা, শাহরিয়ার ফেরদৌস সজীব, আনোয়ার হোসেন চৌধুরী, পূর্ণিমা বৃষ্টি, নাইরুজ সিফাত, সায়মা নীরা, সায়কা আহমেদ, সুজাত শিমুল প্রমুখ।
সিনেমাটিতে রয়েছে প্রয়াত বংশীবাদক ও সংগীতশিল্পী বারী সিদ্দিকীর গান, যা রেকর্ড করা হয়েছিল ২০১৬ সালে। আরও গেয়েছেন মমতাজ। সংগীত পরিচালক হিসেবে কাজ করেছেন কুমার বিশ্বজিৎ।
বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, মার্চ ০৪, ২০২১
জেআইএম