ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

বিনোদন

ব্যাংককের আইসিইউতে বেজ বাবা সুমন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, মার্চ ১১, ২০২১
ব্যাংককের আইসিইউতে বেজ বাবা সুমন বেজ বাবা সুমন

গুরুতর অসুস্থ অবস্থায় অর্থহীনের বেজ বাবা’খ্যাত সুমনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংককে নেওয়া হয়েছে। সেখানে সামিতিভেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন তিনি।

এর আগে ব্যাংককের এই হাসপাতালে তিনি দীর্ঘদিন ক্যানসারের চিকিৎসা নিয়েছিলেন।

বিষয়টি সুমন নিজেই নিশ্চিত করেছেন। তিনি জানান, ভর্তি হওয়ার পর তাকে আইসিইউতে নেওয়া হয়েছে।

জানা গেছে, শারীরিক পরীক্ষা ও কিছু নিয়মিত চিকিৎসার জন্য তিনি সেখানে গিয়েছেন। আর মেরুদণ্ডে সার্জারির জন্য এখনও জার্মানিতে যাওয়ার অপেক্ষায় রয়েছেন সুমন। কারণ জটিল ও গুরুতর এ অপারেশন অন্য কোথায় হলে বড় ধরনের ঝুঁকি থেকে যায়।

ক্যান্সার থেকে সেরে উঠার পর সড়ক দুর্ঘটনার কবলে পড়েন অর্থহীন ব্যান্ডের প্রধান বেজ বাবা সুমন। এরপর জটিল অস্ত্রোপচার হয় তার। মেরুদণ্ডের দুটি ডিস্কও পরিবর্তন করা হয়েছিল তখন। তবে নতুন করে এটার সার্জারির জন্যই জার্মানি যাওয়ার কথা তার। কিন্তু মহামারির কারণে ভিসা পাচ্ছেন না দেশ সেরা এই শিল্পী। তার শারীরিক অবস্থা এখন গুরুতর। একেবারে শয্যাশায়ী হয়ে গেছেন তিনি।  

বেশ কয়েক বছর আগে চিকিৎসকেরা সুমনের শরীরে দুটি টিউমারের অস্তিত্ব পান। একসময় জানা যায়, তিনি ক্যানসারে আক্রান্ত। তখন ক্যানসারটি প্রথম ধাপে ছিল। এই গায়কের শরীরে অস্ত্রোপচার করা হয়। এর কিছুদিন পর চিকিৎসকেরা জানান, তার আবার ক্যানসার ধরা পড়েছে। আবারও সার্জারি করা হয়।  

২০১৭ সালে সার্জারির পর ব্যাংককে হাসপাতাল থেকে ফিরছিলেন এই গায়ক। এমন সময় হঠাৎ একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত সুমনের শরীরে প্রায় ১১ ঘণ্টা ধরে ৯টি সার্জারি করা হয়। ওই দুর্ঘটনায় তার স্পাইনাল কর্ডের ক্ষতি হয়। নতুন করে সার্জারির জন্যই দেশ সেরা এই শিল্পীর জার্মানিতে যাওয়া খুব জরুরি।
  
বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, মার্চ ১১, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।