ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ইয়াস মোকাবিলায় কন্ট্রোল রুম খুললেন দেব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, মে ২৫, ২০২১
ইয়াস মোকাবিলায় কন্ট্রোল রুম খুললেন দেব দেব

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস। উড়িষ্যার প্যারাদ্বীপ ও পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝ দিয়ে স্থলভাগে উঠে আসতে পারে ঘূর্ণিঝড়টি।

ফলে উপকূলীয় এলাকাগুলোতে এটি ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তাই ইয়াস মোকাবিলায় আগে থেকেই কন্ট্রোল রুম ও হেল্পলাইন খুলেছেন কলকাতার অভিনেতা ও সংসদ সদস্য দেব।

সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে দেব কন্ট্রোল রুমের নম্বর দেন। এছাড়া পাশে থাকার বার্তা দিয়ে একজোট হয়ে লড়াইয়ের কথা বলেন। জানান, ঘাটাল এবং মেদিনীপুর শহরে বিপর্যয় মোকাবিলা টিম তৈরি থাকছে। থাকছে পাওয়ার রেস্টোরেশন টিম। যাতে কোথাও বিদ্যুৎ বিপর্যয় হলে কিংবা রাস্তার উপর খোলা তার পড়ে থাকলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া যায়।

দেব বলেন, ‘সময় যতই কঠিন হোক, আমাদের লড়তেই হবে।

এছাড়া মাটির বাড়ির অসহায় প্রতিবেশীদের পাশে দাঁড়াতে পাকা বাড়ির বাসিন্দাদের অনুরোধ জানিয়েছেন এই তারকা।  

শুধু দেবই নন, ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় অভিনেতা-বিধায়ক সোহম চক্রবর্তী এবং নির্মাতা রাজ চক্রবর্তীও পাশে দাঁড়ানো ঘোষণা দিয়েছেন। নিজ নিজ এলাকায় তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মে ২৫, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।