ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

বিনোদন

নিজ বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১
নিজ বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার ...

ভারতের তামিল সিনেমা ‘কাঞ্চনা থ্রি’র অভিনেত্রী আলেকজান্দ্রা জ্যাভির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ আগস্ট) অভিনেত্রীর গোয়ার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, মৃত্যুর সময় তার বয়স হয়েছিল মাত্র ২৪ বছর। পুলিশের প্রাথমিক ধারণা আত্মহত্যা করেছেন আলেকজান্দ্রা। আপাতত ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তারা।

আলেকজান্দ্রার বিষয়ে আরও জানা যায়, রাশিয়ান মডেল-অভিনেত্রী আলেকজান্দ্রা। ভারতের উত্তর গোয়ার একটি গ্রামে বসবাস করতেন তিনি।  

স্থানীয়দের দাবি, কিছু দিন আগে প্রেমিকের সঙ্গে তার বিচ্ছেদ হয়। এরপর থেকেই হতাশায় ভুগেছিলেন এ অভিনেত্রী।

প্রসঙ্গত, ‘কাঞ্চনা থ্রি’সিনেমায় ভূতের চরিত্রে দেখা গেছে আলেকজান্দ্রারকে। রাঘব লরেন্স পরিচালিত সিনেমাটি ২০১৯ সালে মুক্তি পেয়েছিল।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।