ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

লোকসংগীত শিল্পীকে হত্যা করলো তালেবান!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২১
লোকসংগীত শিল্পীকে হত্যা করলো তালেবান!

আফগানিস্তানের লোকসংগীত শিল্পী ফাওয়াদ আন্দারাবিকে হত্যার অভিযোগ উঠেছে বর্তমান আফগান শাসক তালেবানের বিরুদ্ধে।  

শনিবার (২৮ আগস্ট) ফাওয়াদকে আন্দারাবের কৃষ্ণাবাদে বাড়ি থেকে বের করে হত্যা করা হয়।

আন্দারাব উপত্যকার জনপ্রিয় লোকসংগীত শিল্পী ছিলেন ফাওয়াদ আন্দরাবি।

দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাসুদ আন্দারাবি স্থানীয় একটি সংবাদমাধ্যমে ফাওয়াদ আন্দরাবিকে হত্যার দাবি করেছেন।

মাসুদ জানান, আফগানিস্তানের শিল্পীদের উপর হামলা চালাচ্ছে তালেবানরা। বিশেষ করে আন্দারাব অঞ্চলে শিল্পীরা এই হামলার মুখে পড়ছেন।

আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের পর সংগীতকে নিষিদ্ধ করে তালেবান। সংগঠনটির মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ বলেছিলেন, ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ সংগীত। তাই আফগানিস্তানীদের সংগীত থেকে দূরে থাকার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।

এর আগে আফগানিস্তানের কৌতুকশিল্পী নজর মোহম্মদকে হত্যা করেছিল তালেবানরা। ওই সময় যদিও হত্যার বিষয়টি অস্বীকার করে তারা।  

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।