ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘শ্যাং-চি’ আসছে স্টার সিনেপ্লেক্সে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২১
‘শ্যাং-চি’ আসছে স্টার সিনেপ্লেক্সে

মার্ভেলের ইতিহাসে প্রথম এশিয়ান সুপারহিরো সিনেমা ‘শ্যাং-চি অ্যান্ড দ্য লিজেন্ড অব দ্য টেন রিংস’ মুক্তি পেতে যাচ্ছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিকভাবে পাবে সিনেমাটি, একই দিন থেকে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাবে এটি।

 

কমিক জগতের অন্যতম বহুল প্রতীক্ষিত এই সুপারহিরো সিনেমাটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় চাইনিজ-কানাডিয়ান অভিনেতা সিমু লিউ। তার জন্মদিনে সিনেমাটির ট্রেলার প্রকাশ পেয়েছিল, যা সাড়া ফেলে বিশ্বজুড়ে।

ট্রেলারে দেখানো হয়, ‘শ্যাং-চি’ কীভাবে তার দুর্বিষহ অতীতকে পিছনে ফেলে সামনে এগিয়ে যেতে চায়। কিন্তু শেষ পর্যন্ত তাকে আবারও সেই নির্মম অতীতের মুখোমুখি হতেই হয়। ধরা পড়ে যায় ছোটবেলায় তাকে মার্শাল আর্টের দীক্ষা দেওয়া টেন রিংস সংগঠনের জালে।  

মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স প্রথমবারের মতো এশিয়ান কাস্ট ও গল্পকে কেন্দ্র করে সিনেমা নির্মাণ করে ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে। সিনেমাটি পরিচালনা করেছেন ৪২ বছর বয়সী খ্যাতিমান পরিচালক ডেস্টিন ডেনিয়েল ক্রেটন। এছাড়া  সিনেমাটির চিত্রনাট্য তৈরি করেছেন ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’খ্যাত চিত্রনাট্যকার ডেভিড ক্যালাহাম।  

মার্ভেলের চতুর্থ ফেজের সিনেমাটির মাধ্যমে আবারো পুনর্জাগরণ ঘটবে মার্ভেলের কুখ্যাত খল চরিত্র ‘মান্দারিন’-এর। এর আগে ‘আয়রন ম্যান ৩’ সিনেমায় তাকে দেখা গেলেও সে ছিল নকল মান্দারিন। কিন্তু এবার মুখ্য চরিত্র শ্যাং-চির বিরুদ্ধে লড়াইয়ে দেখা যাবে মান্দারিনকে।  

ভয়ংকর এই খল-চরিত্রটি ফুটিয়ে তুলবেন হংকং-এর জনপ্রিয় তারকা টনি লিয়াং। ‘শ্যাং-চি’-এর আমেরিকান বন্ধু কেটি চরিত্রে অভিনয় করেছেন চাইনিজ-আমেরিকান বংশোদ্ভূত অভিনেত্রী আকওয়াফিনা। এছাড়াও আছেন মিশেল ইহো, ফালা চেন, ফ্লোরিনা মানটিয়ানু।  

জনপ্রিয় কমিকস চরিত্র ‘শ্যাং-চি’কে কেন্দ্র করে নির্মিত সিনেমাটি প্রযোজনা করেছে মার্ভেল স্টুডিওজ এবং পরিবেশনায় রয়েছে ওয়াল্ট ডিজনি মোশন পিকচার্স। এটি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ২৫তম সিনেমা হিসেবে মুক্তি পেতে চলেছে।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।