ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

বিনোদন

মসজিদে শুটিং করায় নায়িকার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২১
মসজিদে শুটিং করায় নায়িকার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সাবা কামার

একটি ঐতিহাসিক মসজিদে শুটিং করায় পাকিস্তানি অভিনেত্রী সাবা কামার ও পাকিস্তানি সংগীতশিল্পী বিলাল সইদের বিরুদ্ধে গত বছর মামলা করে লাহোর পুলিশ। এরপর বার বার হেয়ারিং-এর তারিখ এড়িয়ে গিয়েছেন তারা।

এবার তাদের বিরুদ্ধে পাকিস্তান পেনাল কোডের ২৯৫ ধারায় করা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন লাহোর ম্যাজিস্টেরিয়াল কোর্ট। এই ঘটনার জেরে ইতোমধ্যে বরখাস্ত করা হয়েছে দুই পুলিস অফিসারকে।

সাবা কামার ও বিলাল সইদের বিরুদ্ধে অভিযোগ, লাহোরের পুরনো ঐতিহ্যবাহী মসজিদ ওয়াজিদ খানে নাচের দৃশ্যে শুটিং করেছিলেন তারা। ফলে মসজিদের পবিত্রতা নষ্ট হয়েছে। ঘটনার জেরে তাদের উপর ক্ষোভ প্রকাশ করেছিলেন পাকিস্তানের সাধারণ মানুষ। প্রকাশ্যে তাদের হত্যার হুমকিও দিয়েছিল নেটিজেনরা।

এরপর মানুষের ক্ষোভের মুখে তারা দুজন ক্ষমা চেয়েছিলেন। কিন্তু তাতেও তাদের শাস্তি চাওয়া থেকে কেউ পিছু হটেনি।

পাকিস্তানি অভিনেত্রী সাবা কামারকে বলিউডেও অভিনয় করতে দেখা গেছে। ইরফান খান অভিনীত ‘হিন্দি মিডিয়াম’ সিনেমাতে অভিনয় করেছেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।