ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

বদিউল আলম খোকনের সিনেমায় কিশোরের গান

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২১
বদিউল আলম খোকনের সিনেমায় কিশোরের গান মুরাদ নূর, বদিউল আলম খোকন ও কিশোর

ঢাকাই সিনেমার নির্মাতা বদিউল আলম খোকন ডিজিটাল প্লাটফর্মের জন্য ওয়েব ফিল্মের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি রাজধানীর ফোকাস স্টুডিওতে ‘তুমি কতো আপন’ নামের ওয়েব ফিল্মটির একটি গান রেকর্ড সম্পন্ন হয়েছে।

 

গানটিতে কণ্ঠ দিয়েছেন এ সময়ের কণ্ঠশিল্পী কিশোর। মুরাদ নূরের সুরে ‘খেলা হবে’ শিরোনামের গানটি লিখেছেন লিমন আহমেদ। মুশফিক লিটুর সংগীতায়োজনে গানটিতে কিশোরের সহশিল্পী নকশী তাবাসসুম।  

গানটির প্রসঙ্গে কিশোর বলেন, ‘খোকন ভাই বড় ক্যানভাসের সিনেমা নির্মাণ করেন। এর আগে তার সিনেমার একটি গান গেয়েছিলাম। তার নতুন কাজের একজন হতে পেরে ভালো লাগছে। কথা, সুর ও সংগীতের সমন্বয়ে গানটি নিশ্চয়ই সবার ভালো লাগবে। ’

নকশী বলেন, ‘ভীষণ আনন্দ হচ্ছে। অসুস্থতার কারণে সবার সঙ্গে স্টুডিওতে উপস্থিত হতে পরিনি। এসব স্মৃতি মিস করলে নিজেকে অসহায় মনে হয়। খোকন ভাইয়ের টিমে থাকতে পারাটাই গর্বের। আশা করছি গানটি ভালো লাগবে সবার। ’

সুরকার মুরাদ নূর বলেন, ‘খোকন ভাইয়ের মতো সফল একজন নির্মাতা আমার উপর আস্থা রেখে আমাকে গর্বিত করেছেন। আইটেম ঘরনার গানটি লিমন ভালো লিখেছেন। শ্রুতিমধুর করে গেয়েছেন কিশোর ও নকশী। বিশ্বাস করছি অনেকের ভালো লাগবে গানটি। ’

‘খেলা হবে’ গানের গীতিকার লিমন আহমেদ বলেন, ‘সময় ও ট্রেন্ড ধরে একটা উপভোগ্য গান করার চেষ্টা করেছি। দর্শক উপভোগ করলেই কষ্ট স্বার্থক হবে। ’

বড় পর্দার নির্মাতা হয়ে ওয়েব প্লাটফর্মে কাজের প্রসঙ্গে বদিউল আলম খোকন বলেন, ‘যুগের চাহিদায় বর্তমান ডিজিটাল প্লাটফর্মে সেলুলয়েডের উপস্থাপনে বেশ পরিবর্তন এসেছে। তারই ধারাবাহিকতায় ওয়েব ফিল্ম নির্মাণ করছি। ‘তুমি কতো আপন’-এর গান রেকর্ডের কাজ শেষ করেই দৃশ্যধারণের কাজ শুরু করব। ’ 

‘তুমি কতো আপন’ ওয়েব ফিল্মটিতে কোন তারকারা অভিনয় করবে? এ বিষয়ে এ নির্মাতা বলেন, ‘সময়ের সেরা তারকাদের নিয়েই কাজটি করতে যাচ্ছি। নায়ক-নায়িকাদের সঙ্গে মৌখিক আলোচনাও হয়েছে। লিখিত চুক্তি হলেই তাদের নাম প্রকাশ করবো। এর আগে গানগুলোর রেকর্ড করে নিতে চাই। ’

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।