ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

বিনোদন

বাংলা সিনেমার প্রথম অ্যানিমেশন টিজার প্রকাশ

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২১
বাংলা সিনেমার প্রথম অ্যানিমেশন টিজার প্রকাশ ‘পদ্মাপুরাণ’ সিনেমার একটি দৃশ্য

পদ্মাপারের মানুষের জীবনের নানা গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন সিনেমা ‘পদ্মাপুরাণ’। রাশিদ পলাশ নির্মিতি সিনেমাটির অ্যানিমেশন টিজার প্রকাশ হলো রোববার (২৬ সেপ্টেম্বর)।

পরিচালক জানান, বাংলাদেশে সিনেমার অ্যানিমেশন টিজার এটিই প্রথমবার।  

পরিচালক রাশিদ পলাশ বলেন, ‘আমরা চেষ্টা করছি আমাদের দর্শককে নতুন কিছু দিতে। সিনেমা হলে গিয়ে দর্শক সিনেমা দেখবে, দেশের সিনেমা দেখবে এটাই আমাদের আশা। পদ্মাপুরাণ আমাদের মাটি জলের গল্প। ’  

২ মিনিট ৪৮সেকেন্ড ব্যাপ্তির ‘পদ্মাপুরাণ’-এর টিজারটি প্রকাশ হয় লাইভ টেকনোলজির ইউটিউব চ্যানেলে। আসছে ৮ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। নির্মাতা থেকে কলাকুশলীরা ব্যস্ত আছেন সিনেমাটির প্রচারণার কাজে।  

‘পদ্মাপুরাণ’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, প্রসূন আজাদ, শম্পা রেজা, জয়রাজ, সুমিত সেনগুপ্ত, কায়েস চৌধুরী, সূচনা শিকদার, রেশমী, হেদায়েত নান্নু, আশরাফুল আশিষ, সাদিয়া তানজিন প্রমুখ।

‘পদ্মাপুরাণ’ ছাড়াও রাশিদ পলাশের হাতে রয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিতব্য সিনেমা ‘প্রীতিলতা’। এ সিনেমার ৩৫ ভাগ দৃশ্যধারণ শেষ হয়েছে। আগামী মাসের শেষের দিকে সিনেমাটির বাকি অংশের শুটিং হবে বলে জানান নির্মাতা।  

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২১
এনএটি


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।