ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

বিনোদন

নিজের গানে নাচলেন গোবিন্দ, পড়লেন সমালোচনায় !

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
নিজের গানে নাচলেন গোবিন্দ, পড়লেন সমালোচনায় !

ভিন্নধর্মী নাচের কৌশলের জন্য নব্বইয়ের দশকে তুমুল জনপ্রিয়তা পান বলিউড অভিনেতা গোবিন্দ। তার নাচে মাতোয়ারা বহু ভক্ত।

তবে নাচের পাশাপাশি এখন গানও গাইছেন এই তারকা।

কিন্তু সিনেমায় নয়, গোবিন্দ তার নিজের ইউটিউব চ্যানেলের জন্য নিয়মিত গানে কণ্ঠ দিচ্ছেন এবং সে গানে নাচছেন।  

তেমনি একটি মিউজিক ভিডিও প্রকাশ করে বছর শুরুতে চমকে দিলেন ‘কুলি নাম্বার ১’খ্যাত এই অভিনেতা। তিনি তার নতুন মিউজিক ভিডিও ‘হ্যালো’ প্রকাশ করেছেন। এতে নিশা শর্মার সঙ্গে নাচের স্টেপ ম্যাচ করতে দেখা গেল গোবিন্দকে। কণ্ঠ দেওয়ার পাশাপাশি ভিডিওটি পরিচালনাও করেছেন তিনি। এতে নিজের ‘ট্রেডমা’র্ক স্টাইলে নাচ, ফুলের বাগানে নিশার সঙ্গে রোমান্স করতে দেখা গেল তাকে।
 
সামাজিক মাধ্যমে ভিডিওটি শেয়ার করে গোবিন্দ লেখেন, আমার ইউটিউব চ্যানেল গোবিন্দ রয়্যালসে এসেছে আমার তিন নাম্বার গান ‘হ্যালো’। আশা করছি গানটি সবার ভালো লাগবে।  

মিউজিক ভিডিওটি প্রকাশের পর গোবিন্দভক্তদের অনেকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ব্যতিক্রমও আছে, কেউ কেউ আবার তুমুল সমালোচনাও করেছেন। ২০২২ সালে এসে গোবিন্দের এমন গান ও ভিডিও নিয়ে অনেকে প্রশ্নও তুলেছেন।

এক নেটিজেন লেখেন, ‘পার্টনার’ করার পর আপনার বিদায় নেওয়া উচিত ছিল, নিজে যে অসাধারণ কাজগুলো করেছেন সেটা নিয়ে খুশি থাকা উচিত ছিল। ’ 

আরেকজন লেখেন, ‘এখন ২০২২ সাল। দয়া করে নব্বইয়ের দশক থেকে বেড়িয়ে আসুন। ’

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।