ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

দাম্পত্য জীবনের টানাপোড়েন নিয়ে ‘ভালোবাসার বউ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, মে ২৫, ২০২২
দাম্পত্য জীবনের টানাপোড়েন নিয়ে ‘ভালোবাসার বউ’ ‘ভালোবাসার বউ’র একটি দৃশ্য

দাম্পত্য জীবনের নানা ঘটনা নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘ভালোবাসার বউ’। টিপু আলম মিলনের গল্পে নাটকটি চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আকাশ রঞ্জন।

 

এতে অভিনয় করেছেন সৈয়দ শুভ্র, মুক্তা সরতার, হীরা, আরিফুজ্জামান, দ্বীন ইসলাম, দীপ চৌধুরী প্রমুখ।  

নাটকটির গল্পে দেখা যাবে, ঢাকা শহরের এক সুখী দম্পতি। ভালোবেসে বিয়ে করে নতুন সংসার পেতেছেন। প্রতিবেশী এক মহিলা যখন তখন যাতায়াত করেন তাদের বাসায়। স্ত্রীর চেয়ে স্বামীর সাথেই আড্ডা মারতে চান। এটা ঠিক ভালো মতো দেখে না স্ত্রী। স্বামী হয়তো ছাদে গিয়েছেন, সে সুযোগে মহিলাও ছাদে ওঠেন। লোকটার সঙ্গে গল্পে মেতে উঠতে চান। বিষয়টি লোকের পছন্দ না হলেও লজ্জার খাতিরেই কিছু বলেন না।  

এ দুর্বলতার সুযোগ নিয়ে প্রতিবেশী মহিলাটি লোকটির হাত ধরেন। তা আবার দেখে ফেলেন লোকটির স্ত্রী। এ নিয়ে শুরু হয় সংসারে অশান্তি। চূড়ান্ত রূপ ধারণ করে বিষয়টি। এক সময় স্বামীকে ছেড়ে বাবার বাড়ি চলে যান স্ত্রী। স্ত্রীকে প্রচণ্ড ভালোবাসেন স্বামী। স্ত্রী বিহনে তিনি যন্ত্রণায় কাতরাতে থাকেন। মূলত স্বামী-স্ত্রীর সন্দেহবাতিক নিয়েই নাটকটির গল্প এগিয়ে যাবে।

সামাজিক গল্পের নতুন নাটক ‘ভালোবাসার বউ’ বৈশাখী টেলিভিশনে প্রচার হবে বৃহস্পতিবার (২৬ মে) রাত ১০টায়।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মে ২৫, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।