ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘সাহস থাকলে সামনে এসে সমালোচনা করেন’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, জুন ২০, ২০২২
‘সাহস থাকলে সামনে এসে সমালোচনা করেন’

সামাজিক মাধ্যমে ট্রল না করে মুখোমুখি হয়ে সমালোচনা করতে বললেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান।  

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন এই তারকা।

সাক্ষাৎকারে সামাজিক মাধ্যমে বুলিং ও ট্রল নিয়ে জয়া বলেন, ‘যদি কেউ চেহারা লুকিয়ে মন্তব্য করে তবে সেই মন্তব্যের দাম দিই না আমি। কারো যদি সাহস থাকে তাহলে তিনি সামনে এসে মুখোমুখি হয়ে আমার সমালোচনা করুক। ’

তিনি আরও বলেন, ‘এসব অশালীন মন্তব্য নিয়ে বেশি ভাবি না। এসব আমাদের জীবনের অংশ হয়ে গেছে। যারা এসব মন্তব্য করে বেড়ায় তারা নিজেরাই আসলে নিজেদের নেতিবাচক মানসিকতা সবার সামনে প্রকাশ করে ফেলেন। ’ 

অভিনেত্রী মনে করেন, সরাসরি কিছু বলতে গেলে সাহসের প্রয়োজন। সবার সেই সাহসটা নেই।  

কবি জীবনানন্দ দাশের অজানা গল্প নিয়ে কলকাতায় নির্মিত ‘ঝরা পালক’ সিনেমায় কবির স্ত্রী লাবণ্যপ্রভার চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। বর্তমানে এই সিনেমাটির প্রচারণায় জয়া ব্যস্ত সময় পার করছেন। আগামী ২৪ জুন ‘ঝরা পালক’ মুক্তি পাচ্ছে পশ্চিমবঙ্গে। এতে জয়ার বিপরীতে আছেন কলকাতার ব্রাত্য বসু। সিনেমাটি পরিচালনা করেছেন সায়ন্তন মুখার্জি।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুন ২০, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।