ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

গানের আয় বানভাসিদের দেবেন মনির খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, জুন ২১, ২০২২
গানের আয় বানভাসিদের দেবেন মনির খান মনির খান

সিলেট ও সুনামগঞ্জের বানভাসিদের পাশে দাঁড়ানো ঘোষণা দিলেন সংগীতশিল্পী মনির খান। নিজের নতুন গানের আয় থেকে প্রাপ্ত অর্থ বন্যায় ক্ষতিগ্রস্তদের কল্যাণে ব্যয় করবেন বলে জানিয়েছেন তিনি।

‘অঞ্জনা’খ্যাত এই গায়ক নিজেই জানিয়েছেন।  

মনির খান জানান, মঙ্গলবার (২১ জুন) বিকেল ৫ টায় তার নতুন গান ‘দুঃখ রাখার জায়গা’ প্রকাশ পেতে যাচ্ছে। আর এই গান থেকে যত টাকা আয় হবে তার পুরোটাই বন্যার্তদের দেবেন।

বিষয়টি নিয়ে এই গায়ক বলেন, পানিবন্দি মানুষরা দুর্বিষহ জীবনযাপন করছেন। বানভাসি মানুষদের এমন অবস্থা দেখে আমি অত্যন্ত আবেগ আপ্লূত ও মর্মাহত হয়েছি। আমি একজন সংগীতশিল্পী হিসাবে তার সামান্য অংশীদার হতে চাই। ’ 

মনির খান সশরীরে গিয়ে বানভাসিদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করবেন বলেও জানিয়েছেন। একই সঙ্গে ‘দুঃখ রাখার জায়গা’ গানটি সবাইকে শোনার আহ্বান জানান তিনি।  

নতুন গানটির কথা ও সুর করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত গীতিকার ও সুরকার মিল্টন খন্দকার। এটি প্রকাশ পাবে এমকে মিউজিক থেকে।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, জুন ২১, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।