ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

চলে গেলেন প্রবীণ চলচ্চিত্র নির্মাতা সুরেশ জিন্দাল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২২
চলে গেলেন প্রবীণ চলচ্চিত্র নির্মাতা সুরেশ জিন্দাল সুরেশ জিন্দাল

নয়াদিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ভারতের প্রবীণ চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক সুরেশ জিন্দাল। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮০ বছর।

২৬ নভেম্বর দুপুর ২টার দিকে দিল্লির লোধি শ্মশানে তাকে দাহ করা হবে বলে জানিয়েছে তার পরিবার।

‘রজনীগন্ধা’, ‘কথা’ এবং সত্যজিৎ রায়ের ‘শাতরাঞ্জ কে খিলারি’র মতো চলচ্চিত্র নির্মাণের জন্য পরিচিত এই গুণী প্রযোজক।  

ভারতে প্যারালাল সিনেমাকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে একটি বড় ভূমিকা পালন করেছিলেন সুরেশ। তিনি সত্যজিৎ রায়ের সঙ্গে ‘মাই অ্যাডভেঞ্চারস দ্য মেকিং শাতরাঞ্জ কে খিলারি’ বইটি লিখেছেন।

এই নির্মাতার মৃত্যুতে তার পরিবার আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে। বিবৃতিতে লেখা হয়েছে, ‘আমাদের হৃদয়ে চিরকাল এবং সর্বদা জীবিত থাকবেন সুরেশ জিন্দাল’।  

বাংলাদেশ সময়: ১০১৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২২
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।