বলিউডের আলোচিত পরিচালক মনি রতœমের বড় বাজেটের ছবি রাবণ। ১৮ জুন লন্ডনের ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটে অনুষ্ঠিত হলো এর ওয়ার্ল্ড প্রিমিয়ার।
তবে কথা হলো, এই রাবণ রামায়ণের সেই রাবণ নয়। তবে রাবণের মতোই আদিবাসী দলপতি বীরমুন্ডা (অভিষেক বচ্চন) অপহরণ করে পুলিশ অফিসার প্রতাপ শর্মার স্ত্রী রাগিণীকে (ঐশ্বরিয়া)। বীরমুন্ডা চেষ্টা করে রাগিণীর মন জয়ের। পুরাণের সীতার মতোই রাগিণী ঘৃণার সঙ্গে প্রত্যাখান করে তাকে। ওদিকে পুলিশ অফিসার প্রতাপের প্রবল আক্রমণে অরণ্যচারী মানুষের জীবনে নেমে আসে বিভীষিকা। পালাতে গিয়েও বার বার ধরা পড়ে যায় রাগিণী। তাকে নিজের করে পাওয়ার জন্য বীরমুন্ডা দলত্যাগ করতেও প্রস্তুত। শেষ পর্যন্ত রামের মতোই প্রতাপ শর্মা তার স্ত্রীকে উদ্ধার করতে পারে কিনা জানতে হলে ছবিটি দেখতে হবে শেষ পর্যন্ত। রাবণ-এ আরো অভিনয় করেছেন ছায়া বিক্রম, গোবিন্দ, নিকি দিবেদি, রবি কিশান, প্রিয়ামনি, অজয় ঘাই ও মুন্ডা আদিবাসীরা। হিন্দি ও তেলেগু ভাষায় নির্মিত রোমান্স ও অ্যাকশনধর্মী এ ছবির সঙ্গীত পরিচালনা করেছেন এ আর রেহমান। পরিচালক মনি রতœম আশা করেছিলেন রাবণ ছবিটি দিয়ে আরেকবার তিনি বক্স অফিসে ঝড় তুলবেন। কিন্তু এখন পর্যন্ত সে রকম লক্ষণ দেখা যাচ্ছে না।
বাংলাদেশ স্থানীয় সময় ১০৫০, ১ জুলাই ২০১০