ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহাসে এই দিন ৬ জুলাই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৩ ঘণ্টা, জুলাই ৬, ২০১০
ইতিহাসে এই দিন ৬ জুলাই

ঘটনা
১৫০৫ সালে সিকান্দার শাহ লোদির রাজত্বকালে ভয়ানক ভূমিকম্পে আগ্রা বিধ্বস্ত হয়।
১৮৮৫ সালে লুই পাস্তুর জলাতঙ্ক চিকিৎসায় সাফল্য লাভ করেন।


১৯১৯ সালে বিশ্বের প্রথম বিমান [ব্রিটিশ আর-৩৪] আটলান্টিক পাড়ি দেয়। লন্ডন থেকে নিউ ইয়র্ক যেতে সময় নেয় ১০৮ ঘণ্টা।
১৯৫২ সালে লন্ডন শহরে শেষবারের মতো ট্রাম চলাচল।
১৯৬৪ সালে তিয়াত্তর বছর ব্রিটিশ অধিকারে থাকার পর মালায়ি [ন্যায়াসাল্যান্ড] স্বাধীনতা লাভ করে।

ব্যক্তি

১৮৬৬ সালে বাংলা বিশ্বকোষ-এর প্রথম সংকলক প্রাচ্যবিদ্যা মহার্ণব নগেন্দ্রনাথ বসুর জন্ম।
১৮৯৩ সালে বিশ্বখ্যাত ফরাসি ছোটগল্পকার গি দ্য মোপাসাঁর মৃত্যু।
১৯৬২ সালে নোবলেজয়ী [১৯৪৯] মার্কিন কথাশিল্পী উইলিয়াম ফকনারের মৃত্যু।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।