ঢাকা: এলিয়েন তথা ভিনগ্রহের প্রাণীদের নিয়ে পৃথিবীর মানুষের জল্পনা-কল্পনার শেষ নেই। সত্যি-মিথ্যা যাই হোক, এতোদিন অনেকেই এলিয়েনের অনেক কিছু দেখেছেন।
সম্প্রতি সিডনির উত্তর উপকূলে দেখা গেল সবুজ রঙের অংসখ্য ডিম। কেউ জানে না অদ্ভুত এই ডিমগুলো কিভাবে বা কোথা থেকে এলো। স্থানীয়দের দাবি, ডিমগুলো এলিয়েনের!
তবে বিজ্ঞানীরা বলছেন, এগুলো আসলে ডিম নয়। হতে পারে সমুদ্র থেকে উঠে আসা ডিমাকৃতির স্পঞ্জ। জলের নিচে খাদকদের হাত থেকে বাঁচতে সৈকতে এসে আশ্রয় নিয়েছে।
সৈকতে বেড়াতে আসা কেউ কেউ বলছেন, এটি এলিয়েনের চুলের ডিমও হতে পারে।
এমনি একজন স্থানীয় নারাউইনা অধিবাসী জেনি হাং। শোনা যাক তার মুখেই, তিনদিন আগে বেশকিছু ডিমাকৃতির বল সৈকতে দেখা যায়। কিন্তু এখন দেখছি, আরও বড় আকৃতির বলে গোটা সৈকত ভরে গেছে।
স্কারলেট ডি ভিলিয়ার্সও রোজকার মতো সকালে হাঁটতে বেরিয়ে এগুলো দেখতে পান। বলেন, আমি একটি বল হাতে নিয়েও দেখেছি। এগুলো ভীষণ তুলতুলে আর নরম। জানি না বলগুলো জীবন্ত কিনা! তবে সবুজ রঙের কারণে তাদের জীবন্তই লাগছিল।
এবার শোনা যাক বিশেষজ্ঞ মত। ইউনিভার্সিটি অব এনএসইউ’র বায়োলজিকাল, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স স্কুলের সহযোগী অধ্যাপক অ্যালিস্টেয়ার পুরে বলেন, বলগুলো অতি দুর্লভ প্রজাতির শ্যাওলা হতে পারে।
উদ্ভিদবিজ্ঞানে এরা এগাগ্রোফিলাস (শৈবাল) গোত্রে পড়ে। পাথর বাদে সাধারণত সব জায়গায় এরা বেড়ে উঠতে পারে। একটা নির্দিষ্ট সময় পর বলের মতো রূপ নেয়, যোগ করেন তিনি।
তবে এরা যে সচরাচর দেখা দেয় না এবং প্রকৃতির খুব দুর্লভ আর অস্বাভাবিক একটি সৃষ্টি, সে কথাও স্মরণ করিয়ে দিলেন অধ্যাপক অ্যালিস্টেয়ার।
বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৪