ঢাকা: এবার অভিজাত ও আর্থিক সামর্থ্যবান ব্যক্তিদের জন্য ‘নেট্রোপলিটন’ (Netropolitan) নামে একটি সামাজিক সাইট খোলা হয়েছে।
এ সাইটে অ্যাকাউন্ট খুলতেও যেমন অনেক অর্থ লাগবে, তেমনি বছর শেষে তা নবায়নের জন্যও মোটা অংকের টাকা গুণতে হবে।
গত মঙ্গলবার এই সাইটটি চালু করা হয়েছে।
সাইটে অ্যাকাউন্ট থাকার সুবিধা হিসেবে বলা হয়েছে, এই সাইটে কোনো বিজ্ঞাপন থাকবে না। অ্যাকাউন্টধারীর কোনো মন্তব্যে সাধারণ মানুষের অযথা মন্তব্য করার সুযোগ থাকবে না এবং আকাউন্টকে নিজের মতো সাজিয়ে নিতে পারবেন।
এতে নিজস্ব মতামত, বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনার সুযোগও থাকবে।
‘নেট্রোপলিটন’ সাইটে নিবন্ধন করতে ফি দিতে হবে পাঁচ হাজার পাঁচশ পাউন্ড বা নয় হাজার মার্কিন ডলার; বাংলাদেশি টাকায় এর পরিমাণ দাঁড়ায় সাত লাখ ২০ হাজার টাকা। আর প্রতি বছর নিবন্ধন নবায়নে দিতে হবে দুই হাজার পাউন্ড বা তিন হাজার মার্কিন ডলার। আর বাংলাদেশি টাকায় গুণতে হবে দুই লাখ ৪০ হাজার টাকা।
এ বিষয়ে ‘নেট্রোপলিটন’ সামাজিক সাইটের ভাইস, প্রতিষ্ঠাতা জেমস তৌসি-পিটার বাস্তবের সঙ্গে এই সাইটের তুলনা করে বলেন, সত্যিকারের বিশ্ব সামাজিক ক্লাব বা কান্ট্রি ক্লাব হিসেবে কাজ করবে ‘নেট্রোপলিটন’।
তিনি বলেন, ‘নেট্রোপলিটন’-এর সদস্যরা এতে নিজেদের ব্যক্তিগত পোস্ট দিতে পারবেন। এ ছাড়া নিজের তোলা ছবি- ‘সেলফি’ও এখানে আপলোড করতে পারবেন। সবচেয়ে বড় কথা এর গ্রাহক তার ইচ্ছেমতো এই সাইট ব্যবহার করতে পারবেন, যেখানে সাধারণের প্রবেশাধিকার থাকবে না। শুধুমাত্র আর্থিক সামর্থ্যবান ও অভিজাত মানুষেরাই এর সদস্য হতে পারবেন।
তবে এখন পর্যন্ত এ অভিজাত সাইটে কতজন অ্যাকাউন্ট খুলেছেন কিংবা এর সাড়া কী পড়েছে, তা সংবাদমাধ্যম উল্লেখ করেনি।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৪