ঢাকা: ‘ফটো পাঠান বাংলানিউজে’ ঘোষণায় সাড়া দিয়ে অসংখ্য পাঠক তাদের শখের ক্যামেরায় বা স্মার্টফোনে তোলা ফটো পাঠাচ্ছেন বাংলানিউজে। সবার ফটো ধারাবাহিকভাবে প্রকাশ হবে।
নাম, ঠিকানা ও ক্যাপশন না থাকায় অনেক ফটোই আমরা প্রকাশ করতে পারছি না। আর সেরা ছবি বাছাইয়েও সমস্যা হচ্ছে। যার ফটোর সঙ্গে যতো বেশি তথ্য থাকছে, তার ফটোই বাছাইয়ে এগিয়ে থাকছে বেশি। কাজেই, আর ভুল না করে আপনার পাঠানো ফটোর সঙ্গে প্রয়োজনীয় তথ্য জুড়ে দিন। আর নিজের ফটো দেখতে চোখ রাখুন ‘বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ আয়োজনে।
‘অটুট বন্ধন’। সবুজের বুক চিরে বয়ে চলা রেললাইনের এ ছবিটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ক্যামেরায় ধারণ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহসান হাবীব।
‘সবুজ শুধু নয় তো রঙ’। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাসের এ ছবিটি তুলেছেন মীর মশাররফ হোসেন হলের শিক্ষার্থী মো. সাইফ উদ্দিন আবির।
রাস্তার পাশে অযত্নে ফোটা বুনো ফুলের অপরূপ সৌন্দয্য ধরা পড়েছে চট্টগ্রামের সাইফুল ইসলাম শিপুর ক্যামেরায়।
গ্রীষ্মের দাবদাহে মাঠের পথে হেঁটে চলেছেন এক কৃষক। রংপুর জেলার মিঠাপুকুরের শিকারপুর গ্রাম থেকে ছবিটি তুলেছেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থী জান্নাত আরা।
নাফ নদীতে সূর্যাস্ত। রাজধানীর মাইনুল ইসলামের ক্যামেরায় ধরা পড়েছে মনোরম এ দৃশ্য।
শেষ বিকেলে পদ্মা। কাওরাকান্দি ঘাট থেকে ছবিটি তুলেছেন রাজধানীর মতিঝিলবাসী আমিরুল ইসলাম ইকবাল।
দুরন্ত শৈশব! ধানমন্ডি লেক থেকে ছবিটি তুলেছেন মাহতাব হোসেন।
পাখিদের আড্ডা! চুয়াডাঙ্গা জেলার খয়েরহুদা গ্রাম থেকে ছবিটি তুলেছেন মো. ইকবাল মাহমুদ।
কাপ্তাই লেকের অপরূপ প্রকৃতি ও নীল জলরাশির এ ছবি তুলেছেন চট্টগ্রামের বড়পুলের মো. রোকনুজ্জামান।
হারানো শৈশব। পটিয়া, চট্টগ্রাম থেকে দৃশ্যটি ধারণ করেছেন মীর মনিরুল হক।
মেঘ-পাহাড়ের দেশ। বান্দরবানের নীলগিরি থেকে ছবিটি তুলেছেন রাজধানীর রায়সাহেব বাজারের সাব্বির হোসেন দিপু।
‘মেঘ দেখে কেউ করিসনে ভয়, আড়ালে তার সূর্য হাসে’। ঢাকা থেকে ছবিটি তুলেছেন অনীক ইসলাম জাকী।
সুন্দরবন ও বঙ্গোপসাগরের মিলনস্থল মান্দারবাড়িয়া সৈকতে উপড়ে পড়া গাছের শিকড়। ছবিটি ক্যামেরাবন্দি করেছেন সাতক্ষীরার সাংবাদিক শেখ তানজির আহমেদ।
পূর্ণ চাঁদে পাখির ছায়া! যাত্রাবাড়ীর ধনিয়া থেকে ছবিটি তুলেছেন কাজী মো. মাসুদ কায়সার।
পাহাড়ের পাদদেশে! বিছানাকান্দি, গোয়াইনঘাট, সিলেট থেকে ছবিটি তুলেছেন অনি চৌধুরী।
বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২১০৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১১
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১
** ফটো পাঠান বাংলানিউজে