ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ফিচার

বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৪

... | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৪
বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৪

ঢাকা: ‘ফটো পাঠান বাংলানিউজে’ ঘোষণায় সাড়া দিয়ে অসংখ্য পাঠক তাদের শখের ক্যামেরায় বা স্মার্টফোনে তোলা ফটো পাঠাচ্ছেন বাংলানিউজে। সবার ফটো ধারাবাহিকভাবে প্রকাশ হবে।



তবে [email protected] মেইলে ফটো পাঠানোর সঙ্গে আপনার নিজের নাম, ঠিকানা, ফোন নম্বর এবং ক্যাপশন লেখার প্রয়োজনে ছবির বিবরণ থাকা জরুরি।

নাম, ঠিকানা ও ক্যাপশন না থাকায় অনেক ফটোই আমরা প্রকাশ করতে পারছি না। আর সেরা ছবি বাছাইয়েও সমস্যা হচ্ছে। যার ফটোর সঙ্গে যতো বেশি তথ্য থাকছে, তার ফটোই বাছাইয়ে এগিয়ে থাকছে বেশি।

কাজেই, আর ভুল না করে আপনার পাঠানো ফটোর সঙ্গে প্রয়োজনীয় তথ্য জুড়ে দিন। আর নিজের ফটো দেখতে চোখ রাখুন ‘বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ আয়োজনে।


গোধূলী বেলায় হাজার মাইল পাড়ি দিয়ে ঘরে ফিরছে গাংচিল। সেন্টমার্টিন থেকে ফেরার পথে নাফ নদী থেকে স্মার্টফোনে এই ছবিটি তুলেছেন রাজধানীর পূর্ব নাখালপাড়ার মো. আব্দুল্লাহ হোসাইন।


পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার। এরই সন্নিকটে আরেক মনোরম সৈকত ইনানী। সেখানে অহরহই ছুটোছুটি করে লাল কাঁকড়া। ছবিটি শখের ক্যামেরায় ছবিটি তুলেছেন রূপনগর আবাসকি এলাকার মো. র্মোশেদুর রহমান সুমন।


জুবায়ের হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের দেয়ালে ছবিটি অংকন করেছে ‘সন্ত্রাসের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’। ছবিটি তুলেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওয়ালিউল্লাহ।
 

শীতের বিকেলে সূর্যাস্ত ও গোমতী নদী পাড়ের ছবিটি ফ্রেমবন্দি করেছেন ঢাকা বিজ্ঞান কলেজের ছাত্র মো. আরিফুর রহমান সিদ্দিকী।


পাহাড় ও মেঘের মিতালি শীর্ষক ছবিটি বান্দবানের নীলগিরি থেকে তুলেছেন মিরপুর-১৪ এর বাসিন্দা আসিফ ইকবাল মাহমুদ।


ল্যাম্পপোস্টের আলোতে চানাচুরের সাজানো পসরা। ছবিটি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে তুলেছেন উন্নয়ন অন্বেষণের গবেষক আইয়ুব আলী।


চারদিকে চোখে পড়ছে দুর্গাদেবীর আগমনী দৃশ্য। সনাতন ধর্মাবলম্বীদের চলছে জোর প্রস্তুতি। রাজধানীর পুরান ঢাকার শাঁখারী বাজার মোড় থেকে শখের ক্যামেরায় ছবিটি তুলেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাশেদ বাপ্পী।


বাংলাদেশর ভূস্বর্গ বলা পার্বত্য চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্যকে! রাঙামাটির কাপ্তাই বাঁধের ছবিটি তুলেছেন আগ্রাবাদ এক্সেস রোডের এমডিসি প্লাজার মো. রোকনুজ্জামান।


ভর দুপুরে বৃষ্টি হবার আগ মুহূর্তে রাঙামাটির পাহাড় ঘেঁষে মেঘে ঢাকা আকাশ। ছবিটি তুলেছেন সোহান অলিক।


শুভলং ঝর্নার ছবিটি তুলেছেন চট্টগ্রাম কলেজের ইতিহাস বিভাগের ছাত্র রাজু আহাম্মেদ।


বাড়ির উঠোনে আম গাছে গজে উঠেছে শৈবাল ও ছত্রাক। বৃষ্টিতে ভিজে তা আরো সতেজ হয়ে ওঠে। সম্প্রতি মুঠোফোনের ক্যামেরায় ছবিটি তুলে পাঠিয়েছেন কুমিল্লার লাকসামের সুকতলা গ্রামের এ এইচ এম আনিসুজ্জামান।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৪

** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১১
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১
** ফটো পাঠান বাংলানিউজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।