ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ফিচার

বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৫

... | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৪
বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৫

ঢাকা: ‘ফটো পাঠান বাংলানিউজে’ ঘোষণায় সাড়া দিয়ে অসংখ্য পাঠক তাদের শখের ক্যামেরায় বা স্মার্টফোনে তোলা ফটো পাঠাচ্ছেন বাংলানিউজে। সবার ফটো ধারাবাহিকভাবে প্রকাশ হবে।

তবে এই মেইলে [email protected] ফটো পাঠানোর সঙ্গে সঙ্গে আপনার নিজের নাম, ঠিকানা, ফোন নম্বর এবং ক্যাপশন লেখার প্রয়োজনে ছবির বিবরণ থাকা জরুরি।

নাম, ঠিকানা ও ক্যাপশন না থাকায় অনেক ফটোই আমরা প্রকাশ করতে পারছি না। আর সেরা ছবি বাছাইয়েও সমস্যা হচ্ছে। যার ফটোর সঙ্গে যতো বেশি তথ্য থাকছে, তার ফটোই বাছাইয়ে এগিয়ে থাকছে বেশি। কাজেই, আর ভুল না করে আপনার পাঠানো ফটোর সঙ্গে প্রয়োজনীয় তথ্য জুড়ে দিন। আর নিজের ফটো দেখতে চোখ রাখুন ‘বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ আয়োজনে।

কংক্রিটের আড়ে প্রকৃতি। সাভারের হেমায়েতপুর থেকে তোলা ছবিটি পাঠিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী এম মাহবুব রেজা চৌধুরী।

বাগেরহাটের ঐতিহ্যবাহী প্রত্নতাত্ত্বিক নিদর্শন ষাটগম্বুজ মসজিদ। ছবিটি খুলনা থেকে উজ্জ্বল পালের পাঠানো।

সবুজশোভিত বাংলা। ঢাকা থেকে হৃদয় রায়ের পাঠানো ছবিটি ধানমন্ডি লেক থেকে তোলা।

জীবনের মূল্য কত! ক্যামেরাবন্দি করেছেন ঢাকার ফজলে রেজওয়ান করিম।

রাজশাহীর পদ্মাপাড়ে সূর্যডোবা সন্ধ্যায়। রাজশাহী থেকে এ এফ এম শুয়াইব আখতারের ক্যামেরায়।

২০১৩ সালের ৮ ফেব্রুয়ারি, শাহবাগ গণজাগরণ মঞ্চের সামনে বাংলাদেশের পতাকা নিয়ে দাঁড়িয়ে বাংলাদেশের পরবর্তী প্রজন্মের কর্ণধার। মিরপুর ঢাকা থেকে আদনান সৈয়দের পাঠানো।

শহরের যান্ত্রিকতা ও প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ মেলবন্ধন। পাশে লেকের নীলাভ জল। ছবিটি রাজধানীর হাতিরঝিল থেকে তোলা। পাঠয়েছেন ঢাকা থেকে আরেফিন।

সুর্য ডোবার আগে সন্ধ্যার প্রাগ্ রাগে। শিমরাইল থেকে ছবিটি আতিকের পাঠানো।

দেখা পেয়েছিলাম ঝিনাইদহ পশু হাসপাতালে। ২ বছর আগে রাস্তা থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা বিড়ালছানা সন্তানের মত লালন পালন করছেন। হঠাৎ বিড়ালটি খাওয়া বন্ধ করায় তার ভীষণ চিন্তা। ছুটে এসেছেন পশু হাসপাতালে চিকিৎসার জন্য। ঠিক সন্তানের জন্য যেমন একজন বাবা ডাক্তারের শরণাপন্ন হন, অসুস্থ সন্তানকে বুকে জড়িয়ে ধরেন পরম মমতায়............... । ঝিনাইদহ থেকে আবু হাসানের ক্যামেরায়।

একেই বলে মাতৃস্নেহ! পালকজুড়ে পরম মমতায় মা মুরগিটা আগলে রেখেছে ১০টি বাচ্চা। পাবনার বেড়া উপজেলার ব্রিশালিখা গ্রাম থেকে ছবিটা পাঠিয়েছেন আসাদ রাসেল।

মাতৃত্ব। ছবি নারায়ণগঞ্জ থেকে ‍আনিসুর রহমান।

মাটির সানকিতে জিভে জল আনা পান্তা ইলিশ। সঙ্গে পিঁয়াজ কাঁচামরিচ ছাড়া কি জমে! মিরপুর থেকে ওয়ালিউর রহমান রাজিবের তোলা।

বাংলাদেশ সময়: ২৩২৫ ঘণ্টা, সেপেটম্বর ২৪, ২০১৪

** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১১
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১
** ফটো পাঠান বাংলানিউজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।