ঢাকা: ‘আমার নাম স্লাভা। আমি একজন আলোকচিত্রী।
জানা গেছে, বাবাই তার ফটোগ্রাফির অনুপ্রেরণা। দীর্ঘদিন ধরে স্লাভা প্রকৃতি ও বণ্যপ্রাণীদের ছবি তুলে থাকেন। তবে তার ধ্যান-জ্ঞান ওই মাশরুমই।
শোনা যাক তার মুখেই, ‘ভাবুন, কোনো এক গ্রীষ্মের ভোরে আপনি সুন্দর একটি বনে। আপনার চারদিকে কেবল শান্তি আর নির্জনতা। আপনার সামনেই জেগে উঠছে বন। প্রথমেই পাখির কলতান, তারপর ব্যাঙের ডাক কিংবা কাঠঠোকরার ঠক ঠক। এ রকম পরিবেশ ফ্রেমবন্দি করার সৌভাগ্য হয়েছে আমার’।
আর মাশরুম নিয়ে তার ভাবনা, ‘মাশরুমকে আমার কেন জানি ভিনগ্রহ থেকে আসা এলিয়েন মনে হয়। এমনকি একটি সাধারণ মাশরুমকেও অসাধারণ লাগে। তাদের জাদুর জগতে আমার বহুদিনের আসা-যাওয়া। মাশরুমের সঙ্গে আমার ক্যামেরার বিশেষ ভ্রমণ আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই’।
তাহলে আর কী! আলোকচিত্রী যখন বলেই দিয়েছেন, তখন আর দেরি করে লাভ কী! ঘুরে আসা যাক মাশরুমের জাদুর জগতে।
মাশরুমের ওপর শামুকের ভ্রমণ।
ছাতার নিচে পরম নির্ভরতার আশ্রয়।
যেন মাশরুমেই ঘরবসতি।
মাশরুম তুমি কার? শিশিরের না পোকার?
মাশরুমে হেলান দিয়ে..।
মাশরুম নিয়ে দুই পিঁপড়ের ঝগড়া।
ঝরাপাতার সঙ্গে মাশরুমের মিতালি।
জল চাই না চেরি চাই?
মাকড়সারও চাই একটি মাশরুম ফ্ল্যাট!
মাশরুমের পাশেই বাড়ি।
বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৪