ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ফিচার

বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৭

... | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৪
বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৭

ঢাকা: ‘ফটো পাঠান বাংলানিউজে’ ঘোষণায় সাড়া দিয়ে অসংখ্য পাঠক তাদের শখের ক্যামেরায় বা স্মার্টফোনে তোলা ফটো পাঠাচ্ছেন বাংলানিউজে। সবার ফটো ধারাবাহিকভাবে প্রকাশ হবে।

তবে এই মেইলে [email protected] ফটো পাঠানোর সঙ্গে সঙ্গে আপনার নিজের নাম, ঠিকানা, ফোন নম্বর এবং ক্যাপশন লেখার প্রয়োজনে ছবির বিবরণ থাকা জরুরি।

নাম, ঠিকানা ও ক্যাপশন না থাকায় অনেক ফটোই আমরা প্রকাশ করতে পারছি না। আর সেরা ছবি বাছাইয়েও সমস্যা হচ্ছে। যার ফটোর সঙ্গে যতো বেশি তথ্য থাকছে, তার ফটোই বাছাইয়ে এগিয়ে থাকছে বেশি। কাজেই, আর ভুল না করে আপনার পাঠানো ফটোর সঙ্গে প্রয়োজনীয় তথ্য জুড়ে দিন। আর নিজের ফটো দেখতে চোখ রাখুন ‘বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ আয়োজনে।

একখণ্ড জীবনের প্রতিচ্ছবি। রাঙামাটির ঝুলন্ত সেতু থেকে তোলা কাপ্তাই লেকের ছবি। পাঠিয়েছেন ঢাকার মোর্শেদুর রহমান সুমন।


পড়ন্ত বিকেলে উত্তর কাটাখালী সি বিচ। চট্টগ্রাম থেকে মো. মঈনুল ইসলামের পাঠানো ছবি।


ঈদের জামাত। কাশিমপুর গাজীপুর থেকে তুলে পাঠিয়েছেন মো. তুহিন আহমেদ।


বর্ষার মেঘলা আকাশের নীচে সবুজ চাদর। স্মার্টফোনে তোলা ছবিটি কেইপিজেড, পটিয়া, চট্টগ্রামের। পাঠিয়েছেন গোলাম সারওয়ার।


নিরাপদ বসতি। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে মোর্শেদ অপুর তোলা।


জীবিকার তাগিদে অনিশ্চয়তার পথে ছুটে চলা রামগতির মেঘনার পাড়ের জেলেরা ...। পাঠিয়েছেন ঢাকার আশরাফুল ইসলাম হান্নান।


তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে...। মোড়েলগঞ্জ, বাগেরহাট থেকে মো. জাকারিয়া মল্লিক স্বাধীনের তোলা।


ফসল সংগ্রহ করতে মাঠে ছুটছেন কৃষকরা। কুমিল্লার ব‍ুড়িচং থেকে মো. আনোয়ার হোসেনের তোলা ছবি।


গোধূলি লগ্ন। বনশ্রী থেকে মো. সুমনের তোলা ছবি।


ঝিনাইদহর নবগঙ্গা নদীতে রাজকীয় ভঙ্গিতে রাজহাঁস। মো. আবু হাসানের তোলা ছবি।


পাহাড় কন্যা! সিলেটের নয়নাভিরাম সৌন্দর্যের বিছানাকান্দি। সিলেট থেকে পাঠিয়েছেন মো. মশিউর রহমান।


মন চায় উড়তে উড়তে...। ঢাকা থেকে এ কে এম ফজলে রাব্বির তোলা ছবি।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৪

** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১১
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১
** ফটো পাঠান বাংলানিউজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।