ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ফিচার

বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৩

.... | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৪
বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৩

ঢাকা: ‘ফটো পাঠান বাংলানিউজে’ ঘোষণায় সাড়া দিয়ে অসংখ্য পাঠক তাদের শখের ক্যামেরায় বা স্মার্টফোনে তোলা ফটো পাঠাচ্ছেন বাংলানিউজে। সবার ফটো ধারাবাহিকভাবে প্রকাশ হবে।

তবে এই মেইলে [email protected] ফটো পাঠানোর সঙ্গে সঙ্গে আপনার নিজের নাম, ঠিকানা, ফোন নম্বর এবং ক্যাপশন লেখার প্রয়োজনে ছবির বিবরণ থাকা জরুরি।

নাম, ঠিকানা ও ক্যাপশন না থাকায় অনেক ফটোই আমরা প্রকাশ করতে পারছি না। আর সেরা ছবি বাছাইয়েও সমস্যা হচ্ছে। যার ফটোর সঙ্গে যতো বেশি তথ্য থাকছে, তার ফটোই বাছাইয়ে এগিয়ে থাকছে বেশি। কাজেই, আর ভুল না করে আপনার পাঠানো ফটোর সঙ্গে প্রয়োজনীয় তথ্য জুড়ে দিন। আর নিজের ফটো দেখতে চোখ রাখুন ‘বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ আয়োজনে।


বাংলার প্রাচীন ঐতিহ্য পুঠিয়া রাজবাড়ির মন্দির। রাজশাহী থেকে  ছবিটি ধারণ করেছেন মো. তাইবুর রহমান।


বিউটিফুল ঢাকা। রাজধানীর পান্থপথ এলাকা থেকে তুলে ছবিটি পাঠিয়েছেন বনশ্রীর এরআরএইচ তূর্য।


যুক্তরাষ্ট্রের থ্রংনেটস ব্রিজে সূর্যোদয়। ছবি যুক্তরাষ্ট্রপ্রবাসী মারুটি মোহন বিশ্বাসের তোলা।


শোনা যায় ওই ডাহুকের ডাক...। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লাল শাপলাবেষ্টিত লেকে চিরচেনা ‘ডাহুক’। ক্লিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. সাইফ উদ্দিন আবির।


কক্সবাজার ইনানী সৈকতে সূর্যাস্ত। ঢাকার এ কে এম আব্দুল হালিম সোহেলের ক্যামেরায়।


দিনের শেষে সব পাখি ঘরে ফেরে, ফুরায়...। আল ফয়সালুর রহমান রাজন ছবিটি পাঠিয়েছেন ঢাকা থেকে।


সিমা দত্ত ছবিটি পাঠিয়েছেন হিমছড়ির পাহাড়ের চূড়া থেকে তুলে।


গোধূলি মাখা শেষ বিকেলের আকাশ। ছবিটি ময়মনসিংহ থেকে ক্যামেরাবন্দি করেছেন অমিয় দত্ত ভৌমিক।


ক্লান্ত ট্রাভেলার্স। বান্দরবানের জাদিপাই ঝরনা দেখতে গিয়ে বগালেক এলাকায় সবাই ক্লান্ত শরীরে বসে পড়েন। সবার চোখে-মুখে পাহাড় ট্রাকিংয়ের কষ্ট। ছবিটি পাঠিয়েছেন মিজানুর রহমান সোহেল।


সাতক্ষীরার আশাশুনির হাজরাখালী বেড়িবাঁধ। এভাবেই ভেঙে চলেছে করুণভাবে। ইব্রাহিম খলিল পাঠিয়েছেন সাতক্ষীরা থেকে।


বর্ষায় ময়মনসিংহের ব্রহ্মপুত্র পাড়। ছবি পাঠিয়েছেন ঢাকা থেকে একরাম।
 

নেত্রকোনার গজিনপুর, গ্রামীণ বাংলার প্রাকৃতিক সৌন্দর্য। বিলকিস বানু টুকটুকের তোলা ছবি।

** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২১
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১১
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১
** ফটো পাঠান বাংলানিউজে

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।