ঢাকা: বর-কনে ভুলে যান, বরং বিয়ের গাউনের কথা শুনুন। শুনতেই হবে, যদি বলি গাউনটি ১২ হাজার ৩০০ ফুট লম্বা! বিশ্বাস হচ্ছে না তো?
বিশ্বাস করে নিন কারণ তথ্যটি গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড বুকের।
গিনেজ বলছে, এটিই বিশ্বের সবচেয়ে লম্বা গাউন। সবচেয়ে লম্বা গাউনের শীর্ষ তালিকায় এর আগে যে গাউনটি ছিল, সেটি এর চেয়ে তিন হাজার ৩৬৯ ফুট ছোট।
সম্প্রতি গাউনটি বানিয়েছে চীনের জিয়াংজুনসাংগু নামে একটি প্রতিষ্ঠান। গাউনটি এতোই লম্বা যে, এটি পরে মডেলকে সেদেশের চেংডু নামে একটি মাঠে গিয়ে দাঁড়াতে হয়েছে।
একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে গাউনটি বানানো হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। তারা জানান, চীনের আসন্ন জাতীয় দিবসকে স্বাগত জানাতেই এ উদ্যোগ।
তবে এটি কেনার সুযোগও থাকছে। কোনো কনে চাইলে বিয়েতে বিশ্বের সবচেয়ে লম্বা গাউন পরে স্মরণীয় করে রাখতে পারেন তার বিয়ের মুহূর্ত। শুধু একটি কথাই বলার আছে, এটি পেতে বাংলাদেশি টাকায় গুনতে হবে মাত্র লাখ পঞ্চাশেক টাকা!
বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৪