ঢাকা: ‘ফটো পাঠান বাংলানিউজে’ ঘোষণায় সাড়া দিয়ে অসংখ্য পাঠক তাদের শখের ক্যামেরায় বা স্মার্টফোনে তোলা ফটো পাঠাচ্ছেন বাংলানিউজে। সবার ফটো ধারাবাহিকভাবে প্রকাশ হবে।
নাম, ঠিকানা ও ক্যাপশন না থাকায় অনেক ফটোই আমরা প্রকাশ করতে পারছি না। আর সেরা ছবি বাছাইয়েও সমস্যা হচ্ছে। যার ফটোর সঙ্গে যতো বেশি তথ্য থাকছে, তার ফটোই বাছাইয়ে এগিয়ে থাকছে বেশি। কাজেই, আর ভুল না করে আপনার পাঠানো ফটোর সঙ্গে প্রয়োজনীয় তথ্য জুড়ে দিন। আর নিজের ফটো দেখতে চোখ রাখুন ‘বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ আয়োজনে।
পুকুরে হাঁসের দল- ময়মনসিংহের গফরগাঁও থেকে ছবিটি তুলেছেন রাজধানীর মো. এনামুল ইসলাম।
হাটুরে- কুমিল্লার ভাঙ্গা রেলস্টেশন এলাকা থেকে দৃশ্যটি ধারণ করেছেন রাজধানীর হাবীবুল্লাহ বাহার কলেজের শিক্ষার্থী সাইমুম সাদ।
অপূর্ব এই শাপলাটির ছবি ঝিনাইদহ থেকে তুলেছেন মো. আবু হাসান আরাপপুর।
নতুন প্রজন্ম- রাজধানীর পল্টনের নিজ বাড়িতে ছবিটি তুলেছেন সৈয়দ আসির আহমেদ রানা।
সীমানার ওপাড়ে- রাজধানীর ধামরাই থেকে ছবিটি তুলেছেন তানজিনা হাসান তমা।
পদ্মা পাড়ে গোধূলির আলো- রাজশাহীর পদ্মা গার্ডেন থেকে দৃশ্যটি ধারণ করেছেন রাজধানীর মোহাম্মদপুরের সায়মা দেলোয়ার।
নগরে সূর্যাস্ত- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে ছবিটি তুলেছেন রবিউল হাসান খান
‘জাতীয় খেলা হা-ডু-ডু’- গাজীপুরের কাশিমপুর থেকে দৃশ্যটি ফ্রেমবন্দি করেছেন তুহিন আহামদে।
পদ্মা নদীর চরে ছনে আবৃত দোতলা কাঠের ঘর। পদ্মা রিসোর্ট থেকে ছবিটি তুলেছেন সংবাদকর্মী ওয়াজেদ হীরা।
খড়ের পালা। বগড়া থেকে ছবিটি তুলেছেন শিক্ষার্থী নয়ন কৃমার দাস।
দুরন্ত- ঝিনাইদহ থেকে ছবিটি তুলেছেন নাজমুল মর্শেদ শিমুল।
পড়ন্ত বেলায় বিদ্যুতের তারে এক ঝাঁক জালালি কবুতর। কুমিল্লা থেকে ছবিটি ক্যামেরাবন্দি করেছেন এ এইচ এম আনিসুজ্জামান।
বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২১০৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১১
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১
** ফটো পাঠান বাংলানিউজে