ঢাকা: ‘ফটো পাঠান বাংলানিউজে’ ঘোষণায় সাড়া দিয়ে অসংখ্য পাঠক তাদের শখের ক্যামেরায় বা স্মার্টফোনে তোলা ফটো পাঠাচ্ছেন বাংলানিউজে। সবার ফটো ধারাবাহিকভাবে প্রকাশ হবে।
নাম, ঠিকানা ও ক্যাপশন না থাকায় অনেক ফটোই আমরা প্রকাশ করতে পারছি না। আর সেরা ছবি বাছাইয়েও সমস্যা হচ্ছে। যার ফটোর সঙ্গে যতো বেশি তথ্য থাকছে, তার ফটোই বাছাইয়ে এগিয়ে থাকছে বেশি। কাজেই, আর ভুল না করে আপনার পাঠানো ফটোর সঙ্গে প্রয়োজনীয় তথ্য জুড়ে দিন। আর নিজের ফটো দেখতে চোখ রাখুন ‘বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ আয়োজনে।
প্রস্ফুটনের অপেক্ষায়। লাকসাম, কুমিল্লা থেকে তোলা ছবিটি পাঠিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের ছাত্র আহসান হাবীব।
অপরূপ সৃষ্টি! দেখে মনে হতে পারে অনেকগুলো সাদা সুতা দিয়ে পাহাড়ের সঙ্গে মেঘদল বাঁধা। আসলে দূরে কোথাও বৃষ্টি হচ্ছে। কোনো এক বর্ষায় বান্দরবানের নীলগিরি থেকে তোলা ছবিটি পাঠিয়েছেন নওগাঁর তানজিবুল রনি।
বায়ু বিদ্যুৎ প্রকল্প। মীরসরাই থেকে মো. মঈনুল ইসলামের তোলা।
‘ফায়ার অব সানসেট’। মো. মশিউর রহমান ছবিটি পাঠিয়েছেন গাজীপুর থেকে।
বর্ষায় ধানখেতে জমেছে পানি। শোল, টাকি কৈসহ নানা মাছে ভরপুর বিল। নারী-পুরুষ নির্বিশেষে মাছ ধরায় ব্যস্ত। রংপুর থেকে হুমায়ুন কবীর মানিকের ক্যামেরায়।
গাজীপুরের কোনাবাড়িতে (বিসিক শিল্প এলাকা) ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বেহাল অবস্থা। রাস্তা তো নয়, মনে হয় যেন, ছোটখাটো একটি খালের উপর দিয়ে জোর করে গাড়ি চলছে। দীর্ঘ যানজট লেগেই রয়েছে ঘণ্টার পর ঘণ্টা। গাজীপুর থেকে পাঠানো ফয়সাল আহমেদ তুষারের ছবি।
শরতে ঝলমল কাঁশফুল। চট্টগ্রামের মীরসরাই থেকে রিজভি আকরামের ছবি।
আলো-আঁধারিতে জাতীয় সংসদ ভবন। ঢাকা থেকে রিপন সিংহ ধারণ করেছেন তার ক্যামেরায়।
বৃষ্টিস্নাত নতুন কুড়ি। মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান থেকে তোলা
ফজলে রেজওয়ান করিমের।
দৃষ্টি নন্দন ফল কামরাঙার ছবিটি ঢাকার এয়ারপোর্টরোড খিলক্ষেত থেকে তোলা। পাঠিয়েছেন যুক্তরাষ্ট্র থেকে ফারুক ওয়াহিদ।
মৎস্যকুমারী। গাজীপুরে কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের নূহাশ পল্লী থেকে তুলেছেন র্মোশেদুর রহমান সুমন।
সবুজের দেশে, সবুজ স্বচ্ছ জলে। গাজীপুর থেকে ছবিটি পাঠিয়েছেন শাহরীয়ার হাসান।
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২১
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১১
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১
** ফটো পাঠান বাংলানিউজে
বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৪