ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

৫ বছর বয়সী শিশুর অবিশ্বাস্য পেইন্টিং!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১১ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৪
৫ বছর বয়সী শিশুর অবিশ্বাস্য পেইন্টিং!

ঢাকা: শিরোনামে যদি উল্লেখ না থাকতো তাহলে কেউ ধরতেও পারতেন না শিল্পীর বয়স কত! বরং মনে হতো, বয়সী কোনো বিখ্যাত চিত্রকরের মাস্টার পিস।

তবে বলেই যখন ফেলেছি তখন বলি, শিশুটির নাম আইরিস গ্রেস, বাড়ি যুক্তরাজ্যে।

হ্যাঁ, বয়স মাত্র পাঁচ। আর এই বয়সেই ছবি এঁকে তাক লাগিয়ে দিয়েছে শিল্পবোদ্ধাদের। তার রঙের ব্যবহার আর বিমূর্ত চিত্রকল্পে তারা রীতিমতো বিস্মিত! অবিশ্বাস্য প্রতিভার উদাহরণ দিতে গেলে অবশ্যই নিতে হবে আইরিসের নাম।

ছবি আঁকার প্রতিভার পাশাপাশি আইরিসের একটি বিশেষ দিকও আছে। তার বয়স পাঁচ হলেও সে এখনও ঠিকভাবে কথা বলতে পারে না। যেখানে স্বাভাবিকভাবে বাচ্চারা দুই বছর বয়সের মধ্যেই কথা বলা শিখে ফেলে।

এ বিষয়ে চিকিৎসকদের মত, আইরিস একজন অটিস্টিক চাইল্ড বা বিশেষ শিশু। জন্মের পর থেকেই অটিজমের উপসর্গগুলো তার মধ্যে লক্ষ্য করা যায়।

শোনা যাক আইরিসকে নিয়ে তার মা আরাবেলা কার্টার-জনসন কী বলছেন, আমরা সবসময় আইরিসকে ছবি আঁকতে উৎসাহ দিই। আর ও এটা ভীষণ ভালোবাসে! কখনোই আমরা তাকে আলাদা বা অন্যরকম কিছু ভাবি না।

আইরিস সম্পর্কে অনেক জানা হলো, বরং যে ছবির জন্য সে এত আলোচিত সেগুলোই দেখে নেওয়া যাক।


আইরিসের বাহারি রঙের জগত।

একমনে তুলি হাতে আইরিস, সঙ্গী প্রিয় বেড়ালছানা।

ক্যানভাসে রঙের বন্যা।

আইরিসের একান্ত জগত।

আইরিসের আঁকা একটি মাস্টার পিস!

একান্ত অবসরে আমাদের ছোট্ট আইরিস।

যেতে হবে বহুদূর!

বাংলাদেশ সময়: ০২১১ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।