ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

আলো আর আতশ কাঁচে আঁকা

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৪
আলো আর আতশ কাঁচে আঁকা

ঢাকা: শিল্পীরা রঙ আর তুলি দিয়ে ছবি আঁকবেন এটাই স্বাভাবিক। কিন্তু কেউ যদি শুধু সূর্যের আলো আর আতশ কাঁচ (ম্যাগনিফাইয়িং গ্লাস) দিয়েই ছবি আঁকেন, শুনে কেমন লাগবে, স্বাভাবিক?

জর্ডান মাং-ওসান।

ফিলিপাইনের এ শিল্পী তার শিল্পকর্মে অবিশ্বাস্যভাবে সূর্যের আলো ব্যবহার করেছেন। আতশ কাঁচের মধ্য দিয়ে আলোক রশ্মির ফোকাস ব্যবহার করে কাঠের ক্যানভাসে ছবি আঁকেন তিনি। ফোকাসে পুড়ে যায় ক্যানভাস, আর তাতেই হয়ে ওঠে অসাধারণ সব ছবি।

হঠাৎ দেখলে মনে হবে, কী সব কাঠের উপর পোড়া পোড়া কালো দাগ! কিন্তু এই কালো দাগগুলোই একসময় হয়ে ওঠে সংস্কৃতি, ইতিহাস ও পরিবেশের নজরকাড়া সব দৃশ্য।

জানা যায়, এই অসাম‍ান্য সৃষ্টি কর্মের জন্য তিনি পুরস্কারও পেয়েছেন।  

আর কথা না বাড়িয়ে বরং দেখে নেয়া যাক মাং-ওসানের অভিনব আলো-আতশের শিল্পকর্ম।


আপন মনে আলো আর আতশ কাঁচের সঙ্গে মাং-ওসান।


সূর্যই তার ছবির মূল ভরসা। তার ছবিতেও সূর্য উঠছে দূর দিগন্তে।


বেহারার কাঁধে চড়ে বঁধূ। কোথা যায় তারা?


ছবিতে রান্না চলছে, রান্না ঘিরে সবাই।


শ্বেতনারীর সঙ্গে বাচ্চারা।


একান্ত অবসরে।


এ পথ গেছে কোন পথে?

বাংলাদেশ সময়: ০২৪২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।