ঢাকা: শিল্পীরা রঙ আর তুলি দিয়ে ছবি আঁকবেন এটাই স্বাভাবিক। কিন্তু কেউ যদি শুধু সূর্যের আলো আর আতশ কাঁচ (ম্যাগনিফাইয়িং গ্লাস) দিয়েই ছবি আঁকেন, শুনে কেমন লাগবে, স্বাভাবিক?
জর্ডান মাং-ওসান।
হঠাৎ দেখলে মনে হবে, কী সব কাঠের উপর পোড়া পোড়া কালো দাগ! কিন্তু এই কালো দাগগুলোই একসময় হয়ে ওঠে সংস্কৃতি, ইতিহাস ও পরিবেশের নজরকাড়া সব দৃশ্য।
জানা যায়, এই অসামান্য সৃষ্টি কর্মের জন্য তিনি পুরস্কারও পেয়েছেন।
আর কথা না বাড়িয়ে বরং দেখে নেয়া যাক মাং-ওসানের অভিনব আলো-আতশের শিল্পকর্ম।
আপন মনে আলো আর আতশ কাঁচের সঙ্গে মাং-ওসান।
সূর্যই তার ছবির মূল ভরসা। তার ছবিতেও সূর্য উঠছে দূর দিগন্তে।
বেহারার কাঁধে চড়ে বঁধূ। কোথা যায় তারা?
ছবিতে রান্না চলছে, রান্না ঘিরে সবাই।
শ্বেতনারীর সঙ্গে বাচ্চারা।
একান্ত অবসরে।
এ পথ গেছে কোন পথে?
বাংলাদেশ সময়: ০২৪২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৪