ঢাকা: জীবন-জীবিকার তাগিদে কাজ করতে হয় আমাদের সবাইকে। বেঁচে থাকার তাগিদে কেউ বিক্রি করছে মেধা, কেউ শ্রম।
রাজধানীর নতুন বাজার মোড়। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই এখানে বসে অন্যরকম এক বাজার। এ বাজারের ক্রেতা-বিক্রতা উভয়ই মানুষ। মানুষ মানুষের কাছে টাকার বিনিময়ে বিক্রি করতে বসেছে তাদের শ্রম।
সবার অনুসন্ধিৎসু চোখ শুধু ছুটে যায় অন্য মানুষের চোখে। যে চোখ খুঁজছে তাকে, যে চোখ যোগাবে তার সংসারের ন্যূনতম খরচ।
শহরের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হওয়া এই কায়িক শ্রমিকদের আমরা বলি দিনমজুর। দিনে এনে দিনে খাওয়া যাদের পেশা। কিন্তু সপ্তাহের ৫-৬ দিনও এদের কারো কারো কাটে না খেয়ে।
ঘণ্টার পর ঘণ্টা বসে থেকেও অনেককেই ফিরতে হয় শূন্য হাতে। আগের মতো দিনমজুরদের চাহিদাও এখন নেই। ফলে অনেক কষ্টে কাটছে তাদের দিন।
এ বাজারে রয়েছেন নারী-পুরুষ উভয় শ্রেণীর শ্রমিক। সবার লক্ষ্য এক- কোনো ক্রেতা পেলে তাকে ঘিরে ধরে দরকষাকষি।
এখান থেকে যারা দিনমজুর নিয়ে যান তারা পারশ্রমিক বাবদ রাজমিস্ত্রিকে দেন দৈনিক ৫০০ টাকা থেকে ক্ষেত্রবিশেষে ৮০০ টাকা পর্যন্ত। আর রাজমিস্ত্রির যোগালীকে দেওয়া হয় ২০০ থেকে ক্ষেত্রবিশেষে ৩৫০ টাকা পর্যন্ত।
এসব শ্রমিকদের আবার কাজ করতে হয় ক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তাদের অভিযোগ, পরিশ্রমের তুলনায় এ মজুরি খুবই কম। তবু অন্য কোনো উপায় না থাকায় তারা এ কাজই করতে চান।
কিন্তু বর্তমানে কাজ কম থাকায় খুবই হতাশ তারা। প্রতিদিন সবার কাজ জোটা কঠিন। এভাবেই চলে প্রতিদিনের এই শ্রম বিক্রির বাজার।
বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৪