ঢাকা: প্রতিটি ঋতুতে রূপে-রসে, গন্ধে একেবারে আলাদা রূপে সাজে প্রকৃতি। এইতো ক’দিন আগেও খাল-বিল, জলাশয়ে তারার মতো ফুটে ছিল নানা প্রজাতির শাপলা।
ক’দিনের ব্যবধানে খাল-বিল, বিস্তির্ণ জলাশয় কচুরিপানায় ঢেকে গাঢ় সবুজ জলজ গালিচায় পরিণত হয়েছে। এরই মধ্যে থোকায় থোকায় ফুটতে শুরু করেছে কচুরি ফুল।
ঠিক এ সময়টায় শুষ্ক জলাশয়ের পাশ দিয়ে গেলে যে কারো ইচ্ছে করবে হাত বাড়িয়ে দুটো কচুরি ফুল তুলে নিতে। আর বয়টা শৈশবের হলে তো কথাই নেই। তাইতো দু’হাত ভরে ফুল তুলে কী অসীম আনন্দ তাদের!
রূপগঞ্জ এলাকার জলাভূমি থেকে কচুরি ফুল তোলার এ দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন বাংলানিউজের আলোকচিত্রি রেহানা আক্তার।
বাংলাদেশ সময়: ০২২২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৪